জুমবাংলা ডেস্ক : ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তহমিনা আক্তার (২৭) ও তার স্বামী আজাদকে (৪২) আটক করেছে মেহেরপুর ডিবিপুলিশ। বুধবার দিবাগত মধ্যরাতে বগুড়া শাজাহানপুর উপজেলা থেকে তাদের আটক করা হয়।
মেহেরপুর ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলাম বলেন, কোরিয়ান প্রবাসী সাইদ হাসান বাপ্পির সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তহমিনা কনিকা পরিচয় দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। এই সম্পর্ক থেকে বিভিন্নভাবে তহমিনা ৬০ লাখ টাকা হাতিয়ে নেন, যার প্রমাণপত্র পাওয়া গেছে।
সাঈদের ভগ্নিপতি সোহেল রানা বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তহমিনা ও তার স্বামী আজাদকে বগুড়া থেকে আটক করে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ। তাদের দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।