জুমবাংলা ডেস্ক : স্বপ্নের দেশ আমেরিকা, কানাডা এবং অস্ট্রেলিয়া যেতে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়ে নিঃস্ব অনেক যুবক। ফেসবুকে লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পড়ে প্রতারিত অনেকে। সম্প্রতি গ্লোবাল উইংস নামে এমন এক ভুয়া এজেন্সির খপ্পরে পড়েছেন ৮৮ জন যুবক। ১ কোটি ৭০ লাখ টাকা নিয়ে এখন উধাও প্রতিষ্ঠানটি।
কানাডায় ভিজিট ভিসায় গিয়ে বৈধভাবে ওয়ার্ক পারমিট এর সুবর্ণ সুযোগ। ফ্রেশ পাসপোর্টে ১০ বছরের ভিসা প্রাপ্তির এমন নিশ্চয়তা দিয়ে ফেসবুকে লোভনীয় বিজ্ঞাপন দেখা যায় অহরহ। এ বিজ্ঞাপনের ফাঁদে পড়ে বিপাকে অনেক যুবক।
স্বপ্নের দেশ কানাডা এবং আমেরিকায় শতভাগ ভিসা প্রাপ্তির নিশ্চয়তা দিয়ে ফাঁদে ফেলেছে গ্লোবাল উইংস নামের একটি ভুয়া প্রতিষ্ঠান। ভিসা গ্যারান্টি দিয়ে জনপ্রতি ২ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত অগ্রিম নিয়েছে প্রতিষ্ঠানটি। এভাবে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা হাতিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানটি। অফিস বন্ধ পেয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো.মনজুরুল আলমের বাসায় যান ভুক্তভোগীরা। সেখানে ব্যবসার সহযোগী তাঁর বোনের সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি তিনি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকও মোবাইলে কথা বলেননি।
এক ভুক্তভোগী বলেন, ‘আমার পাঁচ মাস চলে গেছে। কিন্তু আমাকে এখনও দূতাবাসে এখনও ডাকেনি।’
আরেক ভুক্তভোগী বলেন, ‘জায়গা-জমি বিক্রি করে আমি আট লাখ টাকা দিছি। কিন্তু সে আমার সঙ্গে সম্পূর্ণ প্রতারণা করছে।’
কমিশনের লোভ দেখিয়ে বিভিন্ন জেলায় দিয়েছিলেন প্রতিনিধি নিয়োগও। তাঁরাও প্রতারণার শিকার হয়েছেন।
গ্লোবাল উইংস নামের প্রতিষ্ঠানটির এক জেলা প্রতিনিধি বলেন, ‘প্রতিষ্ঠানটি নেটওয়ার্ক মার্কেটিংয়ের নামে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে।’
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, ‘এই অভিযোগে মামলা দিতে হবে। মামলা দিলে আসামিকে গ্রেপ্তার করা যাবে।’
বিশ্লেষকরা বলছেন, কানাডা, আমেরিকা ও অস্ট্রেলিয়ায় ভিসা দেওয়ার বিষয়টি নির্ভর করে সংশ্লিষ্ট দূতাবাসের ওপর।
বিদেশে ক্যারিয়ার কনসালটেন্সি এসোসিয়েশনের (এফএসিডি-সিএবি) সাবেক যুগ্ম সম্পাদক শামীম আহমেদ বলেন, ‘কানাডা ও যুক্তরাষ্ট্রের যদি আপনি ভিসা আবেদন করতে চান তাহলে তাদের দূতাবাসে গিয়ে সহায়তা চাইতে পারেন। এখন অনেকেই যত্রতত্র টাকা দিয়ে প্রতারণার শিকার হচ্ছেন।’
প্রতারণা থেকে বাঁচতে সংশ্লিষ্ট দূতাবাসের ওয়েবসাইটে তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ বিশ্লেষকেরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।