লাইফস্টাইল ডেস্ক: ফ্রিজ দৈনিন্দন জীবনের অতি প্রয়োজনীয় একটি পণ্য। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে, বিভিন্ন রোগের ব্যাকটেরিয়া ফ্রিজ থেকে খাবারে ছড়াতে থাকে। ফ্রিজে সব খাবার ঢেকে রাখলেও, অনেক সময় ফ্রিজের তাকে পড়া ঝোল বা খাবার আটকে গিয়ে অপরিচ্ছন্নতার সৃষ্টি হয়।
গরমে শীতের মতো অনেক সবজি পাওয়া যায় না। তবে যা পাওয়া যায় তা রাখতে হয় ফ্রিজে। চৈত্রের দাবদাহে এমনিতেই খাবার বেশিক্ষণ ফ্রিজের বাইরে রাখলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এর মধ্যে ফ্রিজের ভিতর গাদাগাদি করে বিভিন্ন জিনিসপত্র ঢুকিয়ে রাখলেও ফ্রিজ বেশ খানিকটা নোংরা হয়। এ সময় সহজে ফ্রিজ পরিষ্কার করার কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন-
১. ফ্রিজ পরিষ্কার করার আগে, ফ্রিজের মেইন সুইচ বন্ধ করে দিন। তারপর পানিতে সামান্য ডিটারজেন্ট ভিজিয়ে ফ্রিজের কোণা পরিষ্কার করতে পারেন। তবে পানি লাগার পরই, ফ্রিজের ভিতরের অংশ ভালো করে শুকনো নরম কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিন।
২. অনেকসময়ই ফ্রিজে দুর্গন্ধ হয়। ফ্রিজের ভিতর যাতে দুর্গন্ধ ছড়িয়ে না যায় এজন্য একটি পাত্রে বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে নিন। সেই মিশ্রণে কাপড় ভিজিয়ে নিন, আর তা দিয়ে ফ্রিজের ভিতরের অংশ মুছে নিন।
৩. বহুদিন ফ্রিজ ব্যবহারের পর ফ্রিজের দরজার কোণায় থাকা রবারটি আঁঠালো হয়ে যায়। তার ফলে সেটি পরিষ্কার করতে সমস্যা হয়। এই পরিস্থিতিতে পানিতে ভিনেগার মিশিয়ে কাপড় ও ব্রাশের সাহায্যে তা পরিষ্কার করে নিন।
৪. অনেক সময় ফ্রিজের ভিতর পোকা হতেও দেখা যায়। বাসি খাবার বেশিদিন ফ্রিজে থাকলেই এই সমস্যা দেখা দেয়। এজন্য সামান্য পানিতে লবণ নিয়ে তাতে কাপড় ভিজিয়ে তা দিয়ে ফ্রিজের ভিতরের অংশ পরিষ্কার করুন।
শাড়ি পরতে গিয়ে নাজেহাল অবস্থা, ৯৯ শতাংশ নারীই এই তিন ভুল করেন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।