জুমবাংলা ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে ওঠার সময় জিইসি এলাকায় মঙ্গলবার রাতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক তরুণী নিহত হয়েছে। খবর ইউএনবি’র।
নিহতের নাম সামায়ারা স্নেহা সুমি (১৯)। এ ঘটনায় তার বন্ধু মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেপরোয়া গতির ট্রাকটি ফ্লাইওভারের উপরের দিকে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে চলতে থাকলে এসময় চলন্ত মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ট্রাকের পেছনের চাকায় পিস্ট হয় তরুণীসহ তার বন্ধু মোটরসাইকেল চালক।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক জানান, রাত ১১টার দিকে ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা এক মেয়ে মরা গেছেন। অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন।
নিহত ওই তরুণী তার মায়ের জন্য ওষুধ কিনতে মোটরসাইকেলে করে জিইসির মোড় গিয়েছিল বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।