Advertisement
জুমবাংলা ডেস্ক : অমর একুশে বইমেলায় হঠাৎ করেই গ্রামীণফোনের একটি মোবাইল টাওয়ার ভেঙ্গে পড়েছে।
আজ মঙ্গলবার (১১ই জানুয়ারি) বিকাল ৪টার দিকে অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ-পশ্চিম অংশে গ্রামীণফোনের টাওয়ারটি ভেঙ্গে পড়ে। দুর্ঘটনার সময় মেলায় লোক সমাগম কম থাকায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বড় ধরনের ক্ষতি না হলেও ঝুঁকিপূর্ণ এমন টাওয়ারের বিষয়ে আরও সতর্ক থাকার দাবি জানিয়েছেন পাঠক এবং দর্শনার্থীরা।
অতিরক্ত ওজনের কারণে টাওয়ারটি ভেঙ্গে পড়েছে বলে জানিয়েছেন টাওয়ার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা টেকনিশিয়ানরা।
দুর্ঘটনার পরই ঘটনাস্থলে উপস্থিত হন ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং বাংলা একাডেমি পরিচালক ড. হাসান কবির। এদিকে, জিপিআই এশিয়াটেল মেলা উপলক্ষ্যে অস্থায়ীভাবে তৈরি করা আরও দু’টি মোবাইল টাওয়ার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।