Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home বক্স অফিস কাঁপানো ১০ বলিউড সিনেমা
বিনোদন

বক্স অফিস কাঁপানো ১০ বলিউড সিনেমা

Shamim RezaDecember 27, 20194 Mins Read
Advertisement

বিনোদন ডেস্ক : প্রতি বছরের মতো এবারো বলিউডে মুক্তি পেয়েছে বেশ কিছু সিনেমা। এর মধ্যে কিছু সিনেমা প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করেছে। আবার কোনোটি ব্যর্থ হয়েছে। তবে প্রত্যাশার বাইরে থেকে কিছু সিনেমার সাফল্য বক্স অফিস বিশ্লেষকদের রীতিমতো চমকে দেয়। জানা গেছে, ২০১৯ সালে বলিউড সিনেমা থেকে আয় হয়েছে প্রায় ৪ হাজার কোটি রুপি।

চলুন দেখে নিই ২০১৯ সালের বলিউড বক্স অফিস কাঁপানো শীর্ষ ১০ সিনেমার তালিকা :

ওয়ার : চলতি বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি আয় করা সিনেমা ওয়ার। বিশ্বব্যাপী ৪৭৪.৭৯ কোটি রুপি আয় করেছে এই সিনেমা। শুধু ভারতে এর নীট গ্রস ২৯২.৭১ কোটি রুপি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে হাজির হন হৃতিক রোশান ও টাইগার শ্রফ। এছাড়াও অভিনয় করেছেন— বাণী কাপুর, অশুতোষ রানা, অনুপ্রিয়া গোয়েনকা, দীপান্বিতা শর্মা প্রমুখ।

কবির সিং : শহিদ কাপুর ও কিয়ারা আদভানি অভিনীত এই সিনেমা মুক্তির পর অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। তবে বক্স অফিসে বাজিমাত করেছে কবির সিং। বিশ্বব্যাপী এর আয় ৩৭৯.০২ কোটি রুপি। নীট গ্রস ২৭৬.৩৪ কোটি রুপি। টি সিরিজের ব্যানারে নির্মিত কবির সিং সিনেমায় আরো অভিনয় করেছেন— সুরেশ ওবেরয়, সোহম মজুমদার, নিকিতা দত্ত, অমিত শর্মা, কুনাল ঠাকুর প্রমুখ। ২০১৭ সালে মুক্তি পাওয়া তেলেগু ভাষার অর্জুন রেড্ডি সিনেমার রিমেক এটি। দুটি সিনেমায় পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি।

উড়ি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক: বলিউড বক্স অফিসে এই বছরের প্রথম ধামাকা ছিল উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক। বছর শেষে তৃতীয় সর্বোচ্চ আয়ের সিনেমা এটি। বিশ্বব্যাপী এর আয় ৩৪২.০৬ কোটি রুপি। নীট গ্রস ২৪৪ কোটি রুপি। পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা নিয়ে নির্মিত সিনেমা উড়ি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ভিকি কৌশল। সিনেমাটি পরিচালনা করেন আদিত্য ধর।

ভারত : সালমান খান অভিনীত ও চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ছিল এটি। চলতি বছর ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এই সিনেমার বিশ্বব্যাপী আয় ৩২৫.৫৮ কোটি রুপি। ভারতীয় বক্স অফিসে নীট গ্রস ১৯৭.৩৪ কোটি রুপি। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান ভাষার ওড টু মাই ফাদার সিনেমা অবলম্বনে এটি নির্মিত। পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর। এতে আরো অভিনয় করেছেন— জ্যাকি শ্রফ, ক্যাটরিনা কাইফ, টাবু, সুনীল গ্রোভার, দিশা পাটানি প্রমুখ।

মিশন মঙ্গল : ভারতীয় উপগ্রহ ‘মঙ্গলায়ন’ মহাকাশে পাঠানোর অভিযানকে নিয়ে মিশন মঙ্গল সিনেমার গল্প তৈরি হয়েছে। এতে অভিনয় করেছেন— অক্ষয় কুমার, বিদ্যা বালান, তাপসী পান্নু, শারমান জোশি, কীর্তি কুলহারি, নিথিয়া মেনন প্রমুখ। এটি পরিচালনা করেছেন জগন শক্তি। চলতি বছর মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আয়ের দিক পঞ্চম স্থানে রয়েছে মিশন মঙ্গল। বিশ্বব্যাপী এই সিনেমার আয় ২৯০.০২ কোটি রুপি। ভারতীয় বক্স অফিসে নীট গ্রস ১৯২.৬৭ কোটি রুপি।

হাউসফুল ফোর : বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি হাউসফুল। চলতি বছর মুক্তি পেয়েছে এর চতুর্থ কিস্তি। এখন পর্যন্ত বিশ্বব্যাপী এর আয় ২৭৯.১৩ কোটি রুপি। ভারতীয় বক্স অফিসে নীট গ্রস ২০৫.৬০ কোটি রুপি। পুনর্জন্মের কাহিনি নিয়ে তৈরি এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— অক্ষয় কুমার, ববি দেওল, রিতেশ দেশমুখ, চাংকি পান্ডে, জনি লিভার, পূজা হেগড়ে, কৃতি স্যানন, কৃতি খারবান্দা প্রমুখ। পরিচালনা করেছেন ফরহাদ সামজি।

গলি বয় : এ বছরের অন্যতম সারা জাগানো সিনেমা গলি বয়। বিশ্বব্যাপী আয় করেছে ২৩৪.১৬ কোটি রুপি। ভারতীয় বক্স অফিসে নীট গ্রস ১৩৪.২১ কোটি রুপি। জয়া আখতার পরিচালিত এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন কালকি কোয়েচলিন। ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারে সেরা ‘বিদেশি ভাষার সিনেমা’ হওয়ার প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করে এই সিনেমা। যদিও শেষ পর্যন্ত ছিটকে পড়েছে।

টোটাল ধামাল : দর্শক-সমালোচকদের কাছে খুব বেশি সাড়া জাগাতে পারেনি টোটাল ধামাল। তবে বক্স অফিসে বাজিমাত করেছে। বিশ্বব্যাপী আয় করেছে ২২৮.২৭ কোটি রুপি। ভারতীয় বক্স অফিসে নীট গ্রস ১৫০.০৭ কোটি রুপি। বলিউডের জনপ্রিয় ধামাল ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি টোটাল ধামাল। পরিচালনা করেছেন ইন্দ্র কুমার। এতে অভিনয় করেছেন- অনিল কাপুর, অজয় দেবগন, মাধুরী দীক্ষিত, জাভেদ জাফরি, আরশাদ ওয়ার্সি, রিতেশ দেশমুখ, সঞ্জয় মিশ্রা, বোমান ইরানি, জনি লিভার, মহেশ মাঞ্জরেকর প্রমুখ।

ছিছোরে : সুশান্ত সিং রাজপুত ও শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ছিছোরে। এই বছর সর্বোচ্চ আয়ের বলিউড সিনেমায় তালিকায় নবম স্থানে রয়েছে এটি। বিশ্বব্যাপী এর আয় ২১২.৬৭ কোাট রুপি। ভারতীয় বক্স অফিসে নীট গ্রস ১৪৭.৩২ কোটি রুপি। নিতেশ তিওয়ারি পরিচালিত এই সিনেমায় সুশান্ত-শ্রদ্ধা ছাড়াও অভিনয় করেছেন বরুণ শর্মা, প্রতীক বাব্বার, সিদ্ধার্থ নারায়ণ, তাহির রাজ বাসিন প্রমুখ।

সুপার থার্টি : ভারতীয় গণিতজ্ঞ আনন্দ কুমারের জীবনের ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সুপার থার্টি। সিনেমাটিতে আনন্দ কুমারের চরিত্রে অভিনয় করেন হৃতিক রোশান। সবমিলিয়ে এখন পর্যন্ত ২০৮ কোটি রুপি আয় করেছে এই সিনেমা। ভারতীয় বক্স অফিসে নীট গ্রস ১৪৭ কোটি রুপি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন মৃণাল ঠাকুর, অমিত সাধ, পঙ্কজ ত্রিপাঠি প্রমুখ। পরিচালনা করেছেন বিকাশ বেহল।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
১০ অফিস কাঁপানো বক্স বলিউড বিনোদন সিনেমা
Related Posts
মেগান

২৭ কেজি ওজন কমিয়ে চমকে দিলেন মেগান

December 23, 2025
অভিনেতা আহমেদ শরীফ

নির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেতা আহমেদ শরীফ

December 23, 2025
মিষ্টি জান্নাত

আগের ফর্মে ফেরত আসলাম : মিষ্টি জান্নাত

December 23, 2025
Latest News
মেগান

২৭ কেজি ওজন কমিয়ে চমকে দিলেন মেগান

অভিনেতা আহমেদ শরীফ

নির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেতা আহমেদ শরীফ

মিষ্টি জান্নাত

আগের ফর্মে ফেরত আসলাম : মিষ্টি জান্নাত

শাকিল খান

‘বিবাহিত হিরো–হিরোইনের সিনেমায় আবেদন থাকে না’

মালতি চাহার

বাবার বয়সী নির্মাতা, ভাবিনি তিনি জোরপূর্বক এমনটা করবেন : মালতি চাহার

শ্রীনন্দা

ভেঙে গেল শ্রীনন্দার ১৬ বছরের সংসার

শ্রীদেবী -মাধুরী দীক্ষিত

শ্রীদেবীর সঙ্গে খারাপ সম্পর্ক নিয়ে মুখ খুললেন মাধুরী দীক্ষিত

এফডিসি এখন ভূতুড়ে বাড়ি

এফডিসি এখন ভূতুড়ে বাড়ি

অভিনেতা জেমসের রহস্যজনক মৃত্যু

মার্কিন অভিনেতা জেমসের রহস্যজনক মৃত্যু

Titanic

টাইটানিক নায়িকা আরও যেসব ছবিতে পোশাক খুলেছিলেন

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.