জুমবাংলা ডেস্ক : বগুড়ায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। তবে বিমানের পাইলটরা সুস্থ রয়েছেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আই এসপি আর) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আজ রবিবার দুপুর পৌনে ১টার দিকে বগুড়ার কাহালু উপজেলার বড়মহর গ্রামে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
আইএসপিআর জানায়, বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমানবাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনায় পতিত হয়। পাইলটগণ সুস্থ আছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী বড়মহর শিমুলিয়া গ্রামের শফিকুল ইসলাম বলেন, ‘হঠাৎ করে বিমানটি গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি সংলগ্ন বাঁশঝাড়ে পড়ে যায়। এ সময় বিমানে দুজন পাইলট ছিলেন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধারের পর বিমানবাহিনীর সদস্যরা তাদেরকে নিয়ে যান।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।