বগুড়া মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা গ্রেফতার

বগুড়া মহিলা দলের সম্পাদক নাজমা গ্রেফতার

জুমবাংলা ডেস্ক : বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতারকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়া কোম্পানির সদস্যরা শুক্রবার বিকালে তাকে শহরের সুবিল এলাকায় সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সামনে থেকে গ্রেফতার করা হয়।

বগুড়া মহিলা দলের সম্পাদক নাজমা গ্রেফতার

নাজমা আকতার ওই কলেজ কেন্দ্র থেকে এলএলবি শেষ বর্ষের পরীক্ষায় অংশ নেন।

র‌্যাবের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এ তথ্য দিয়েছেন। তিনি জানান, নাজমা আকতার জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক। তিনি বগুড়া সদরের গোকুল এলাকার বাসিন্দা। নাজমা আকতার বাঘোপাড়া এলাকায় একটি কাভার্ডভ্যান ও ট্রাকে অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি। পুলিশ বাদী হয়ে গত ১ ও ২ নভেম্বর সদর থানায় পৃথক দুটি মামলা করেছে। শুক্রবার বিকাল ৩টার দিকে তাকে শহরে সুবিল এলাকায় সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সামনে থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান শাহীন জানান, নাজমা আকতারকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা জানান, পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর কাউকে গ্রেফতার করা প্রহসনের সামিল। রাজনৈতিক প্রতিহিংসার জন্য তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।