Advertisement
জুমবাংলা ডেস্ক : বগুড়ায় বেসরকারি একটি হাসপাতালে ভুল চিকিৎসায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসককে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার (২৪ অক্টোবর) রাতে শহরের ঠনঠনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, গতকাল দুপুরে টনসিলের ব্যাথ্যা নিয়ে ডক্টরস ক্লিনিকের চিকিৎসক সাইদুজ্জামানের কাছে যান তৌহিদ। হাসপাতালে ভর্তির পর সন্ধ্যায় তার অস্ত্রপ্রচার হয়।
কিন্তু রাতেও তৌহিদের জ্ঞান না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনরা। মধ্যরাতে নাক, কান, গলা বিশেষজ্ঞা সাইদুজ্জামান এসে জানান সে মারা গেছে। এ খবরে বিক্ষোভ করে নিহতের স্বজনরা। পরে পুলিশ গিয়ে অভিযুক্ত চিকিৎসককে আটক করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।