জুমবাংলা ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ছাগলনাইয়া সরকারি শিশু পরিবারের শিশুদের জন্য নানা আয়োজন করে ফেনী জেলা পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সরকারি শিশু পরিবারের সকল শিশুকে উপহার তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। উপহারের মধ্যে বস্ত্র বিতরণ, দুপুরের খাবারের আয়োজন এবং কেক কেটে শিশুদের খাওয়ানো উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেনীর পুলিশ সুপার বলেন, জাতির পিতার জন্মদিনে সরকারি শিশু পরিবারের অনাথ শিশুদের সঙ্গে সময় কাটিয়ে নিজেকে ধন্য মনে করছি। যাদের বাবা নেই তাদের সব কিছু শেষ নয়। নিজেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। দেশ গঠনে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। তিনি বলেন, যার বাবা নেই কিংবা পরিবারের রোজগার করার মূল ব্যক্তিটি নেই তাদের সন্তানদের শিক্ষা ও লালন পালনের ব্যয়ভার রাষ্ট্র নিজ হাতে তুলে নিয়েছে।
সরকারি শিশু পরিবারে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ পুলিশের চাকরির নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ কোটার বিধান রয়েছে উল্লেখ করে পুলিশ সুপার বলেন, পুলিশের কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে এ বিধান মানা হয়েছে। সঠিক যোগ্যতা সম্পন্ন এতিম শিশুদের আমরা কোটার ভিত্তিতে চাকুরীতে নিয়োগ দিচ্ছি।
উল্লেখ্য, ছাগলনাইয়া সরকারি শিশু পরিবারে ৫৪ জন আবাসিক শিক্ষার্থী রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. বদরুল আলম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাশকুর রহমান, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, জেলা পুলিশের বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মো শহীদ উল্লাহ, ছাগলনাইয়া সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক (বালক) কাজী সামী-উল হক প্রমুখ। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।