জুমবাংলা ডেস্ক : কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ সকল শহীদদের স্মরণে আলোচনা সভা, শোক র্যালি ও প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়।
বুধবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের আগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীরা একটি শোক র্যালি বের করেন।
এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলম।
বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি অভিনেত্রী অরুনা বিশ্বাস, অভিনেত্রী রোকেয়া প্রাচী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেত্রী তারিন জাহান, অভিনেত্রী তানভিন সুইটি, চিত্রনায়িকা শাহানুর, রীতা রাণী সরকার, আওয়ামী লীগ নেতা ও নাট্যকার মোত্তাছিম বিল্লাহ, হাবিবুল্লাহ রিপন, যুবলীগ নেতা আওলাদ হোসেন রুহুল, অধ্যক্ষ আহসান সিদ্দিকী, উদয় শংকর বসাক, সুজন মৃধা, লিটন প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর রক্তের ঋণ বাঙালি জাতি কখনো শোধ করতে পারবে না। বঙ্গবন্ধুকে হত্যার পিছনে একটাই উদ্দেশ্য ছিল এদেশকে পাকিস্তানের অঙ্গরাজ্য বানানো। বঙ্গবন্ধুকে হ’ত্যা নয় এটি রাষ্ট্র, সংবিধানকে হ’ত্যা করা। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিল বলেই বঙ্গবন্ধু হ’ত্যার বিচার হয়েছিল, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। বিদেশে যে সমস্ত বঙ্গবন্ধুর খু’নীরা পলাতক রয়েছে তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার জোর দাবি জানান।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.