স্পোর্টস ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও দেশের সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজিত ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০’-এর সাঁতার, ডাইভি ও ওয়াটার পোলো প্রতিযোগিতা ৩ থেকে ৬ এপ্রিল মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স-এ অনুষ্ঠিত হবে।
৩ এপ্রিল, শনিবার সকাল ১১টায় মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স-এ সাঁতার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
প্রতিযোগিতায় মোট ৩০০ সাঁতারু অংশগ্রহন করবেন। খেলা পরিচালনায় থাকবেন ৮৬ অফিসিয়াল ও ৭০ মিট অফিসিয়াল।
প্রতিযোগিতার উদ্বোধনী দিনে পুরুষ ও নারীদের ২০০ মিটার ফ্রিস্টাইল, পুরুষ ও নারীদের ২০০ মিটার ব্যাকস্ট্রোক, পুরুষ ও নারীদের ১০০ মিটার বাটারফ্লাই এবং পুরুষ ও নারীদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক ইভেন্টের হিট ও ফাইনাল অনুষ্ঠিত হবে।
সাঁতারের খেলাগুলো সকাল ৮.৩০ মিনিটে শুরু হবে, চলবে বেলা ১.৩০ মিনিট পর্যন্ত। এক ঘন্টা বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হবে দুপুর ২.৩০ মিনিটে। উদ্বোধনী দিনের বিকেলে ওয়াটার পোলোর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।