জুমবাংলা ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটিকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে একটি বড় প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। খবর ইউএনবি’র।

শুক্রবার গাজীপুরের কালিয়াকৈরে নির্মাণাধীন ফিল্ম সিটি পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।
Advertisement
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় যে চলচ্চিত্র তৈরি করা হচ্ছে তার কিছু অংশ এ ফিল্ম সিটিতে ধারণ করা হতে পারে।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম ও তথ্য সচিব আব্দুল মালেক এ সময় উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


