Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে যত রেকর্ড
    খেলাধুলা

    বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে যত রেকর্ড

    জুমবাংলা নিউজ ডেস্কApril 10, 20217 Mins Read
    Advertisement

    স্পোর্টস ডেস্ক: আজই শেষ হলো বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (ওিএ) বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস্ ২০২০। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আয়োজিত এবারের আসরে বেশ কিছু ইভেন্টে রেকর্ড হয়েছে। এবারের গেমসে ৬০টি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন ক্রীড়াবিদরা। এর মধ্যে ভারোত্তোলনে ৩৪টি, সাইক্লিংয়ে ১৩টি, সুইমিংয়ে ১১টি, আরচারিতে ১টি এবংঅ্যাথলেটিকসে ১টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে।

    ভারোত্তোলনের ৩৪ রেকর্ড

    পুরুষ বিভাগে রেকর্ড

    ১. ৬১ কেজি ওজন শ্রেণীতে সোনা জয়ের পথে স্ন্যাচে রেকর্ড ১০৬ কেজি তুলেছেন মোস্তাইন বিল্লাহ। তিনি ক্লিন এন্ড জার্কে তুলেছেন ১২১ কেজি। দুই বিভাগে তিনি মোট ২২৭ কেজি তুলেছেন। স্ন্যাচে আগের রেকর্ড ছিল মুস্তাইন বিল¬াহরই, ১০৫ কেজি।

       

    ২. ৬৭ কেজি ওজন শ্রেণীতে ক্লিন অ্যান্ড জার্কে ১৪১ কেজি তুলে নতুন জাতীয় রেকর্ড গড়েন আনসারের বাকী বিল্লাহ। ¯œ্যাচে ১১৩ কেজিসহ মোট ২৫৪ কেজি তুলে স্বর্ণপদক জেতেন তিনি।

    ৩. ৬৭ কেজি ওজন শ্রেনীতে ¯œ্যাচে ১১৪ কেজিতে নতুন রেকর্ড গড়েন সেনাবাহিনীর শিমুল কান্তি সিংহ। ক্লিন অ্যান্ড জার্কে ১৩৯ কেজিসহ মোট ২৫৩ কেজি তুলে রুপা জেতেন তিনি।

    ৪. ৭৩ কেজিতে ¯œ্যাচে ১১৮ কেজি তুলে নতুন রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর হামিদুল ইসলাম। ক্লিন অ্যান্ড জার্কে ১৪০ কেজিসহ ২৫৮ কেজি তুলে স্বর্ণ জেতেন তিনি।

    ৫. ৮১ কেজি ওজন বিভাগে রুপা জয়ের পথে স্ন্যাচে রেকর্ড ১১৭ কেজি তুলেন বাংলাদেশ সেনাবাহিনীর মনোরঞ্জন রায়। ক্লিন এন্ড জার্কে ১৪১, মোট ২৫৮ কেজি তুলেছেন ২০১০ সালের এসএ গেমসে রুপা জয়ী এ ভারোত্তোলক।

    ৬. ৮৯ কেজি ওজন বিভাগে সোনা জয়ের পথে স্ন্যাচে রেকর্ড ১২৪, ক্লিন এন্ড জার্কে রেকর্ড ১৪৯, মোট রেকর্ড ২৭৩ কেজি তুলে সোনা জিতেছেন বাংলাদেশ আনসারের সাখায়েরত হোসেন প্রান্ত।

    ৭. ১০২ কেজি ওজন বিভাগেই রেকর্ড দু’টি হয়। সোনা জয়ের পথে ক্লিন এন্ড জার্কে রেকর্ড ১৬০ কেজি উত্তোলন করেন সেনাবাহিনীর আশিকুর রহমান।

    ৮. ১০২ কেজি ওজন শ্রেণীতে রুপা জয়ের পথে স্ন্যাচে ১২১ কেজি তুলে রেকর্ড গড়েন বাংলাদেশ আনসারের আমিনুল ইসলাম।

    ৯. ১০৯ কেজি ওজন বিভাগের ক্লিন এন্ড জার্ক ও মোট ওজনে রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর আব্দুল্লাহ আল মোমিন। তিনি ক্লিন অ্যান্ড জার্কে ১৫১ কেজি এবং মোট ওজনে ২৬৫ কেজি তুলে দু’টি রেকর্ড গড়েন।

    ১০. উর্ধ্ব-১০৯ কেজি ওজন বিভাগে স্ন্যাচ, ক্লিন এন্ড জার্ক ও মোট ওজনে তিনটি রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফরহাদ আলী। তিনি ¯œ্যাচে ১২১ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ১৪৭ কেজি এবং মোট ২৬৭ কেজি তুলে তিনটি রেকর্ড গড়েন।

    ১১. ১০৯ কেজিতে সোনা জয়ের পথে সেনাবাহিনীর আব্দুল¬াহ আল মুমীন ক্লিন অ্যান্ড জার্ক ও মোট উত্তোলনে নতুন রেকর্ড গড়েন। আর ছেলেদের ঊর্ধ্ব ১০৯ কেজিতে সোনাজয়ী সেনাবাহিনীর ফরহাদ আলী তিন বিভাগেই রেকর্ড গড়ে হারিয়ে দেন আনসারের তায়েফুর হোসেনকে।

    মহিলা বিভাগে রেকর্ড

    ১২. ৪৯ কেজি ওজন শ্রেণীতে সোনা জয়ের পথে স্ন্যাচে রেকর্ড ৬৬ কেজি তুলেন সেনাবাহিনীর ভারোত্তোলক স্মৃতি আক্তার। ক্লিন এন্ড জার্কে ৭৩ কেজি তোলেন তিনি। মোট ১৩৯ কেজি উত্তোলন করে সোনা জয়ের উল্লাসে মাতেন স্মৃতি।

    ১৩. ৫৫ কেজিতে আনসারের ফুলপতি চাকমা ক্লিন অ্যান্ড জার্কে ৮৪ কেজি তুলে নতুন রেকর্ড গড়েন। ¯œ্যাচে ৬৭ কেজিসহ মোট ১৫১ কেজি তুলে স্বর্ণপদক জেতেন তিনি।

    ১৪. ৫৫ কেজিতে ¯œ্যাচে ৬৭ কেজি তুলে নতুন রেকর্ড গড়েও রুপা জেতেন সেনাবাহিনীর মার্জিয়া আক্তার।

    ১৫.৫৯ কেজির ¯œ্যাচে ৬৬ কেজি তুলে নতুন রেকর্ড গড়েন আনসারের ফাহিমা আক্তার ময়না। ক্লিন অ্যান্ড জার্কে ৭৫ কেজিসহ মোট ১৪১ কেজি তুলে স্বর্ণপদক জেতেন তিনি।

    ১৬. বাংলাদেশ গেমসে তিনটি রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন টানা দু’টি সাউথ এশিয়ান গেমসে (এসএ) সোনাজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। স্বর্ণ জয়ের পথে স্ন্যাচ, ক্লিন এন্ড জার্ক ও মোট ওজনে রেকর্ড গড়েন তিনি। নারীদের ৬৪ কেজি ওজন শ্রেণীতে বাংলাদেশ আনসারের মাবিয়া আক্তার সীমান্ত সোনা জয়ের পথে স্ন্যাচে রেকর্ড ৮০ কেজি তোলেন, ক্লিন এন্ড জার্কে রেকর্ড ১০১ কেজি উত্তোলন করেন। দুই বিভাগ মিলিয়ে ১৮১ কেজি ওজন তুলে আরও একটি রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন মাবিয়া আক্তার।

    ১৭. ৭১ কেজি ওজন বিভাগে সোনা জয়ের পথে ক্লিন এন্ড জার্কে রেকর্ড গড়েন বাংলাদেশ সেনাবাহিনীর ফারজানা আক্তার রিয়া। স্ন্যাচে ৬০ কেজি তোলার পর ক্লিন এন্ড জার্কে রেকর্ড ৭৮ কেজি তুলেন তিনি। সোনা জয়ের পথে মোট ১৩৮ কেজি তুলেছেন এ ভারোত্তোলক।

    ১৮.৮১ কেজিতে সেনাবাহিনীর মুনিরা কাজী ক্লিন অ্যান্ড জার্কে ৯৪ কেজি তুলে রেকর্ড গড়ে সোনা জেতেন।

    ১৯.৮৭ কেজি ওজন বিভাগে স্ন্যাচ, ক্লিন এন্ড জার্ক এবং মোট ওজনে রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর তানিয়া খাতুন। তিনি ¯œ্যাচে ৬২ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ৭৬ কেজি এবং মোট ১৩৮ কেজি তুলে তিনটি রেকর্ড গড়েন।

    ২০. ঊর্ধ্ব-৮৭ কেজিতে সেনাবাহিনীর নাজনিন আক্তার মুন্নি ক্লিন অ্যান্ড জার্ক ও মোট উত্তোলনে নতুন রেকর্ড গড়ে জিতেছেন সোনা। তিনি ক্লিন অ্যান্ড জার্কে ৭২ কেজি এবং মোট ১২৯ কেজি তুলে দু’টি রেকর্ড গড়েন।

    ২১. উর্ধ্ব-৮৭ কেজি ওজন বিভাগে স্ন্যাচে রেকর্ড গড়েছেন বাংলাদেশ আনসারের সোয়াইবা রোকাইয়া। তিনি ¯œ্যাচে ৫৭ কেজি তুলে রেকর্ড গড়েন।

    সাইক্লিংয়ের ১৩ রেকর্ড

    পুরুষ বিভাগে

    ১. ১০০০ মিটার টাইম ট্রায়ালে সেনাবাহিনীর বিশ্বাস ফয়সাল হোসাইন ১ মিনিট ২০.৪০ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন।

    ২. ১২০০ মিটার অলিম্পিক স্প্রিন্টে বাংলাদেশ সেনাবাহিনী (বিশ্বাস ফয়সাল হোসাইন, আলমগীর হোসেন ও মুক্তাদুর আল হাসান) ১ মিনিট ৩৬.২২ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতে।

    ৩. ৪০০০ মিটার ইন্ডিভিজুয়্যাল পারস্যুটে বর্ডার গার্ড বাংলাদেশের সবুর খান ৫ মিনিট ৫৭.২০ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন।

    ৪. ১০০০ মিটার স্প্রিন্টে সেনাবাহিনীর বিশ্বাস ফয়সাল হোসাইন ১৩.৬০ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণ জেতেন।

    ৫. ১৬০০ মিটার টিম টাইম ট্রায়ালে সেনাবাহিনী (বিশ্বাস ফয়সাল হোসাইন, আলমগীর হোসেন, মুক্তাদুর আল হাসান ও শরিফুল ইসলাম) ২ মিনিট ১৪.৫৯ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণ পদক জেতে।

    ৬. ৪০০০ মিটার টিম পারস্যুটে সেনাবাহিনী (বিশ্বাস ফয়সাল হোসাইন, শরিফুল ইসলাম, মিজানুর রহমান ও হেলাল উদ্দিন) ৫ মিনিট ৫২.১৮ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতে।

    নারী বিভাগ

    ১. ৫০০ মিটার টাইম ট্রায়ালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিশি খাতুন ৩৫.৪৭ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন।

    ২. ৮০০ মিটার অলিম্পিক স্প্রিন্টে সেনাবাহিনী (শিল্পী খাতুন ও সমাপ্তি বিশ্বাস) ১ মিনিট ১১.১৩ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন।

    ৩. ২০০০ মিটার ইন্ডিভিজুয়াল পারস্যুটে সেনাবাহিনীর সুবর্ণ বর্মা ৩ মিনিট ১৭.০২ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন।

    ৪. ১০০০ মিটার স্প্রিন্টে সেনাবাহিনীর শিল্পী খাতুন ১৫.৯৪ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন।

    ৫. ১২০০ মিটার টিম টাইম ট্রায়ালে সেনাবাহিনী (শিল্পী খাতুন, সুবর্ণা বর্মা, সমাপ্তি বিশ্বাস ও গীতা রায়) ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন।

    ৬. ৪০০০ মিটার স্ক্র্যাচ রেসে সেনাবাহিনীর সুবর্ণা বর্মা ৭ মিনিট ৩৩.৫৮ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্নপদক জেতেন।

    ৭. ২০০০ মিটার টিম পারস্যুটে সেনাবাহিনী (শিল্পী খাতুন, সুবর্ণা বর্মা, সমাপ্তি বিশ্বাস ও সুমিত্রা গাইন) ৩ মিনিট ১৭.৬৪ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতে।

    সুইমিংয়ের ১১ রেকর্ড

    পুরুষ বিভাগের রেকর্ড

    ১. ২০০ মিটার ব্যাকস্ট্রোকে সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ ২ মিনিট ১৬.১২ সেকেন্ডে নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন।২০১৯ সালে ২ মিনিট ১৬.১৩ সেকেন্ডে নিজের গড়া আগের রেকর্ড ভেঙ্গে দেন তিনি।

    ২. ১০০ মিটার বাটারফ্লাইয়ে নৌবাহিনীর মাহমুদুন্নবী নাজিদ ৫৬.৭১ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন। ২০১৯ সালে ৫৬.৮২ সেকেন্ডে নিজের গড়া রেকর্ড নিজেই ভেঙ্গে দেন তিনি।

    ৩. ৫০ মিটার ফ্রিস্টাইলে নৌবাহিনীর আসিফ রেজা ২৩.৩২ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন।২০১৯ সালে নিজের গড়া ২৩.৮৫ সেকেন্ডের রেকর্ড নিজেই ভাঙ্গেন তিনি।

    ৪. ২০০ মিটার ফ্রিস্টাইলে ১ মিনিট ৫৮.২৫ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন নৌবাহিনীর মাহফিজুর রহমান সাগর। ২০১৬ সালে নিজের গড়া ১ মিনিট ৫৮.২৫ সেকেন্ডের আগের রেকর্ডটি ভেঙ্গে দেন তিনি।

    ৫. ২০০ মিটার বাটার ফ্লাইয়ে নৌবাহিনীর কাজল মিয়া ২ মিনিট ১০.৯২ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন। ২০১৯ সালে ২ মিনিট ১১.৫৭ সেকেন্ডে আগের রেকর্ডটি ছিল জুয়েল আহমেদের।

    ৬. ৫০ মিটার ব্যাকস্ট্রোক সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ ২৭.৯৭ সেকেন্ডে নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন। ২০১৯ সালে ২৮.১২ সেকেন্ডের রেকর্ডটি ছিল জুয়েল আহমেদের।

    ৭. ৪০০ মিটার ফ্রিস্টাইলে ৪ মিনিট ১৮.২৩ সেকেন্ডে নতুন জাতীয় রেকর্ড গড়েন সেনাবাহিনীর ফয়সাল আহমেদ। ২০১৯ সালে ৪ মিনিট ১৮.২৫ সেকেন্ডের রেকর্ডটি ছিল তার নিজের করা।

    ৮. ৪*১০০ মিটার ফ্রিস্টাইল রীলেতে নৌবাহিনীর আরিফ রেজা, মাহমুদুন্নবী নাহিদ, অনিক ইসলাম ও মাহফিজুর রহমান ৩ মিনিট ৩৭.৩৮ সেকেন্ডে নতুন জাতীয় রেকর্ড গড়েন। পুরাতন রেকর্ডটি ছিল ৩ মিনিট ৩৮.৪৫ সেকেন্ডর।

    ৯. ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে নৌবাহিনীর কাজল মিয়া ২ মিনিট ১৩.৪৯ সেকেন্ডে রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন। ২০১৯ সালে ২ মিনিট ১৪.৯৪ সেকেন্ডে আগের রেকর্ডটি ছিল আরিফুল ইসলামের।

    নারী বিভাগের রেকর্ড

    ১. ১০০ মিটার বাটারফ্লাইয়ে নৌবাহিনীর সোনিয়া খাতুন ১ মিনিট ৭.১২ সেকেন্ডে নতুন রেকড গড়েন। ২০১৯ সালে ১ মিনিট ৮.৯৫ সেকেন্ডে আগের রেকর্ডটি ছিল সোনিয়া আক্তার টুম্পার দখলে।

    ২. ৫০ মিটার বাটার ফ্লাইয়ে নৌবাহিনীর সোনিয়া খাতুন ৩০.৬৩ সেকেন্ডে নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন। ২০১৬ সালে এই ইভেন্টে আগের রেকর্ডটি ছিল নাজমা খাতুনের ৩১.১৭ সেকেন্ডে।

    আরচারিতে ১টি রেকর্ড

    বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের আরচারিতে একটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। কম্পাউন্ড ইভেন্টে নতুন রেকর্ড গড়েন বাংলাদেশ পুলিশের অসীম কুমার দাস। ৭২টি তীর ছুড়ে ৭২০ এর মধ্যে ৭০৪ স্কোর করে নতুন জাতীয় রেকর্ড ও গেমস রেকর্ড করেন তিনি। আগের রেকর্ড ছিল ৭০০ স্কোর বিকেএসপির শেখ সজিবের। এ ইভেন্টে ওয়ার্ল্ড আরচারির রেকর্ড ৭১৮।

    অ্যাথলেটিক্সে ১টি রেকর্ড

    বঙ্গবন্ধু৯ম বাংলাদেশ গেমস অ্যাথলেটিকসের নারীদের ২০০ মিটার স্প্রিন্টে নৌবাহিনীর শিরিন আক্তার ২৪.২০ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। তিনি ভেঙ্গে দিয়েছেন ২০০৬ সালে করা বিউটি আক্তারের করা রেকর্ডটি। সূত্র: বাসস

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    বাংলাদেশ

    রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

    October 4, 2025
    টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ

    টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: বাংলাদেশসহ নিশ্চিত যে দলগুলো

    October 3, 2025
    আফগানিস্তান বাংলাদেশ

    সিরিজ জয়ের লক্ষ্যে রাতে মাঠে নামছে বাংলাদেশ

    October 3, 2025
    সর্বশেষ খবর
    Wheel of fortune winner

    ‘Wheel of Fortune’ $1 Million Winner Kept Huge Secret From New Boyfriend

    নিয়োগ

    ৩৪পদে নিয়োগ দেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

    Monster the ed gein story episode 2

    Monster: The Ed Gein Story Episode 7 Recap — Did Ed Really Contact His Idols?

    নেতাকর্মীর নামে মামলা

    পুলিশ সদস্যদের হেনস্তার ঘটনায় বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

    প্রেসার কুকার

    পুরনো প্রেসার কুকার ব্যবহারে যে বিপদ লুকিয়ে আছে

    Who is Ed Gein?

    Who Is Ed Gein? The True Story Behind Netflix’s ‘Monster: The Ed Gein Story’

    পর্যটন খাতে ক্ষতি

    খাগড়াছড়িতে সহিংসতায় নিহত ৩, পর্যটন খাতে ক্ষতি ১৫ কোটি টাকা

    cast of monster the ed gein story

    Cast of “Monster: The Ed Gein Story” — Real-Life Relationships and Dating Histories

    মির্জা ফখরুল

    “গণতন্ত্র উত্তরণে বিশ্বের সমর্থন রয়েছে” : মির্জা ফখরুল

    dead body

    Dead Body Found in Vacant North City Lot: Police Launch Investigation

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.