জুমবাংলা ডেস্ক : জামালপুরের সরিষাবাড়ীতে কবির হোসেন (২০) নামে এক যুবককে মোটরসাইকেল চুরির পর গলা কে*টে হ*ত্যার চেষ্টা করেছে তারই তিন বন্ধু। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর ছাতারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই তিন বন্ধুকে আট*ক করেছে পুলিশ।
আট*করা হলেন- চকবালিয়া গ্রামের জুরান আলীর ছেলে সাকিল (১৯), নগদা গ্রামের হাফিজুরের ছেলে সোহান (২০) ও ধানাটা গ্রামের টিক্কা খানের ছেলে রবিন (১৯)। সরিষাবাড়ী থানা পুলিশের ওসি (তদন্ত) জোয়াহের হোসাইন জানান, বুধবার রাতে কবিরের তিন বন্ধু তার বাড়িতে যায়। কবিরসহ তিন বন্ধু মিলে রাতে নে*শা করে। কবিরকে বেশি করে নে*শা করিয়ে এক বন্ধুকে পাহারায় রেখে অন্য দুই বন্ধু কবিরের মোটরসাইকেল চু*রি করে সিরাজগঞ্জের ভেটুয়া ঘাটে থাকা তাদের অন্য সহোযোগীর কাছে রেখে আসে। পরে তারা আবার কবিরের বাড়িতে ফিরে আসে।
মোটরসাইকেল চু*রির বিষয়টি জানাজানি হবে এই ভয়ে ব্লে*ড দিয়ে ঘুমন্ত কবিরকে গলা কে*টে হ*ত্যার চেষ্টা করে তারা। এ ঘটনায় তাদেরকে আ*টক করা হয়েছে। চুরিকৃত মোটরসাইকেলটি উদ্ধারে অভিযান চলছে। কবিরের গলাকাটার পর র*ক্ত বের হতে দেখে তাদের মায়া লাগে তাই তাকে হ*ত্যা করেনি বলে জানিয়েছেন রবিন।
কবিরের মা কল্পনা বেগম বলেন, সকালে কবিরকে ডাকতে গিয়ে দেখি তার পুরো শরীর কাঁথা দিয়ে ঢাকা। পাশে তিন বন্ধু শুয়ে আছে। ডাকাডাকির একপর্যায়ে সাড়া না দিলে আমি কবিরের গায়ে থাকা কাঁথা সরিয়ে দেখি গলা দিয়ে র*ক্ত বের হচ্ছে। আমি চিৎকার করলে লোকজন এসে কবিরকে হাসপাতালে নিয়ে যায় এবং ওই তিনজনকে আটকে রাখে। পুলিশ এসে তাদেরকে নিয়ে যায়।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel