ত্বকের যত্ন বলতে যেন মূলত আমরা মুখের ত্বকের কথাই বুঝি। অথচ সঠিক যত্নের অভাবে আমাদের শরীরের এ অংশের ত্বকেই সবার আগে বয়সের ছাপ পড়ে। এ কথা অস্বীকার করার উপায় নেই, আমাদের যত স্কিনকেয়ার পণ্য আছে, তার বেশির ভাগই মুখমণ্ডলের ত্বকের যত্নের জন্য।
হাত–পায়ের যত্নও আলাদা করে করি আমরা, কিন্তু শরীরের যে অংশে সঠিক সময়ে উপযুক্ত যত্ন না নিলে অনাকাঙ্ক্ষিত বয়সের ছাপ পড়ে যায়, সে নিয়ে আমরা যথেষ্ট সচেতন নই। অবশ্য সবার যে জানা আছে, বিষয়টি তা–ও নয়। তাই সবার আগে গলার ত্বকের ধরন, এখানে বয়সের ছাপ পড়ার প্রকৃতি ও কারণ আর সবশেষে এর প্রতিকারের সবকিছু জেনে নিতে হবে ভালো করে।
আমরা অনেক সময়ই দেখি অনেকের চেহারার টান টান সুন্দর আর পেলব ত্বক। কিন্তু তার ঠিক নিচেই গলার ত্বকের ভাঁজ আর ঝুলে পড়া ভাব জানান দিয়ে দেয় মেঘে মেঘে বেলা হয়ে গেছে। গলার ত্বক মুখের চেয়ে অনেকটাই পাতলা। তাই কোলাজেন সাপোর্ট একটু কমলেই কুঁচকে, ঝুলে আর নিষ্প্রাণ হয়ে পড়ে তা। খেয়াল করলে দেখা যাবে এতে সিবেশিয়াস গ্রন্থি, রোমকূপ আর সেই সঙ্গে ফলিকল নেই তেমন। ত্বককে নতুন জীবন দেওয়া স্টেমসেল তৈরির অবকাশও কম গলার ত্বকে।
বয়সের সঙ্গে সঙ্গে যত্ন না নিলে গলায় গভীর কিছু আড়াআড়ি দাগ পড়ে। আর ত্বক আরও পাতলা হয়ে যায় এখানে। ঝুলে বা কুঁচকে যায় ত্বক। সত্যিকার অর্থেই বয়সের ছাপ শরীরে প্রথম এখানেই পড়ে। আর গলার ত্বকের এমন বুড়িয়ে যাওয়া সম্পূর্ণ রুখে দেওয়ার কোনো জাদুকরী পদ্ধতি নেই। কিন্তু প্রথম থেকেই এ অংশের বৈশিষ্ট্য অনুযায়ী বিশেষ যত্ন নিলে গলার ত্বক সুন্দর ও তারুণ্যময় থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।