নানা প্রলোভনে ১৭টি বিয়ে করে আলোচনায় আসা বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কবির হোসেন পাটোয়ারীকে সাময়িক বরখাস্ত করেছে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে নিজেই বরখাস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কবির হোসেন। তবে কবে বরখাস্তের চিঠি হাতে পেয়েছেন, সে তথ্য প্রকাশে অনীহা দেখান তিনি।
এর আগে চলতি বছরের ৯ এপ্রিল খুলনার সোনাডাঙার বাসিন্দা খাদিজা আক্তার বিয়ের নামে প্রতারণা, যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগ এনে বন ও পরিবেশ উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ করেন। ২০১৯ সালে তারই আরেক স্ত্রী, বাগেরহাটের মোংলার নাসরিন আক্তার দোলন আদালতে মামলা করেছিলেন, যা এখনও বিচারাধীন।
স্ত্রীদের একাধিক অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। গত ১১ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা ও যুগ্ম সচিব সাইদুর রহমান বরিশালে সরেজমিনে গিয়ে অভিযোগকারী দুই স্ত্রী, তাদের স্বজন এবং বন কর্মকর্তাদের কাছ থেকে লিখিত বক্তব্য নেন। ওই দিনই ভুক্তভোগী নারীরা বন বিভাগ কার্যালয়ের সামনে মানববন্ধন করে কবির হোসেনের বিচার দাবি করেন।
তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁদপুরের তুষপুর গ্রামের মোশাররফ হোসেন পাটোয়ারীর ছেলে কবির হোসেন এর আগে ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ ও বাগেরহাটসহ বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন। বন বিভাগের উচ্চ পদ ব্যবহার করে একাধিক নারীকে ফাঁদে ফেলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একই কারণে তিনি অতীতে আরও দু’বার সাময়িক বরখাস্ত হয়েছিলেন। তবে সাবেক প্রভাবশালী মন্ত্রী দীপু মনির সুপারিশে চাকরিতে পুনর্বহাল হয়েছিলেন তিনি।
এদিকে সাময়িক বরখাস্ত ছাড়াও মঙ্গলবার বরিশাল মহানগর আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফিজ আহমেদ বাবলু তার বিরুদ্ধে মামলা করেছেন। আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দিয়েছে পিবিআইকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।