জুমবাংলা ডেস্ক : রিশাল নগরীর ওয়ার্ড আওয়ামী লীগ এক নেতার বিরুদ্ধে মাছ লুটের মামলা দায়ের করেছেন ওয়ার্ড কাউন্সিলর। নগরীর ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরীফ আনিছুর রহমান বাদী হয়ে সোমবার একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফিন মাহমুদ তারিকসহ তার ২০ সহযোগীর বিরুদ্ধে এই মামলা করেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনিছুর রহমান মামলা গ্রহন করে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য কোতোয়ালী মডেল থানার ওসিকে নির্দেশ দেন।
অপর আসামীরা হচ্ছে শাওন হাওলাদার, সাগর হাওলাদার, রুবেল খান, হাসান হাওলাদার, মিজান ফরাজী, আউয়াল খান, শাহান শিকদার, নজরুল হাওলাদার, মন্টু দাস, হাসান হাওলাদার, রানা, জামাল, পারভেজ ও জাফরের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫/৭জন।
মামলার এজাহারে বলা হয়, বাদীর নগরীর রূপাতলীর লালা দীঘির পাড় এলাকায় ডিক্রি এবং বিএস রেকর্ড মূলে তফসিল সম্পত্তির মালিক। ওই জমিতে থাকা দীঘিতে রুই, কাতলা, মৃগেল, কালী বাউস, তেলাপিয়া ও কার্প জাতীয় বিভিন্ন প্রকার মাছ চাষ করেন। গত ৭ নভেম্বর আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার দীঘি থেকে প্রায় ৩ লাখ টাকার মাছ ধরে নিয়ে যায়। বাধা দিলে লোহার রড ও লাঠিসোটা দিয়ে স্বাক্ষীদের পিটিয়ে আহত করে।
গত কয়েক দিনেও স্থানীয়ভাবে বিষয়টির ফয়সালা করতে না পেরে আদালতে প্রতিকার চাওয়ার কথা মামলায় উল্লেখ করেন বাদী।
তবে অভিযোগ অস্বীকার করে ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারন সম্পাদক সাফিন মাহমুদ তারিক বলেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এই মামলা করেছেন ওয়ার্ড কাউন্সিলর। এ ধরনের কোন ঘটনা ঘটেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।