জুমবাংলা ডেস্ক : বরিশালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাংলাভিশনের বরিশাল প্রতিনিধি শাহিন হাসানসহ স্থানীয় পত্রিকার দুই সংবাদকর্মী।
রোববার সন্ধ্যায় নগরীর ১০নং ওয়ার্ডের কেডিসি এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-বীজ বিপণন (বিএডিসি) উপ-পরিচালকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
হামলার শিকার অপর দুই সংবাদকর্মী হলেন- বরিশালের আঞ্চলিক দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার স্টাফ রিপোর্টার ইমরান হোসেন এবং সত্য সংবাদ পত্রিকার রিপোর্টার এম আর শুভ।
প্রত্যক্ষদর্শী এবং আহত সংবাদকর্মীরা জানান, দীর্ঘদিন ধরেই সরকারি ওই দফতরে কর্মরত হিসাব সহকারী নাহিদ সরকারি বীজ চোরা কারবারির সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া যায়। এ নিয়ে বিভিন্ন সময় ডিলারদের সঙ্গে নাহিদের প্রকাশ্য বিরোধ সৃষ্টি হয়। তারই ধারাবাহিকতায় রোববার বেশ কয়েকজন ডিলারের সঙ্গে নাহিদের উত্তেজনার খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালনে ঘটনাস্থলে ছুটে যান শাহিন হাসানসহ উল্লেখিত সংবাদকর্মীরা।
এ সময় তারা ঘটনাস্থলে ভিডিও ফুটেজ নিতে গেলে নাহিদের নেতৃত্বে অফিসে অবস্থানরত কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে কার্যালয়ের প্রধান গেট আটকে তাদের অবরুদ্ধ করে হামলা চালায়। এতে সাংবাদিক শাহিন হাসান, ইমরান হোসেন এবং এম আর শুভ আহত হন। খবর পেয়ে বরিশালে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেন।
তাছাড়া বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।