স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ২০২১ সালের পারফরমেন্স বিবেচনায় সব ক্যাটাগরিতে বর্ষসেরার পুরস্কার ঘোষণা করেছে। লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফিফা বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লিওয়ানদোস্কি।
সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে অন্যান্য ক্যাটাগরীর সাথে বিশ্বসেরা একাদশও ঘোষণা করা হয়েছে। বিস্ময়করভাবে এই তালিকা থেকে বাদ পড়েছেন লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ।
ফিফা বর্ষসেরা একাদশ :
গোলরক্ষক: গিয়ানলুইজি ডোনারুমা
ডিফেন্ডার : ডেভিড আলাবা, রুবেন দিয়াস, লিওনার্দো বনুচ্চি
মিডফিল্ডার : জর্জিনিও, এনগোলো কান্তে, কেভিন ডি ব্রুইনা
ফরোয়ার্ড : লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, আর্লিং হালান্ড, রবার্ট লিওয়ানদোস্কি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।