মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সিনেমা শুরু হওয়ার আগে ও ইন্টারভ্যালে এই প্রচার যেমন দেখা যায়, তেমনই আবার অভিনেতা ও অভিনেত্রীদেরও বিভিন্ন সময়ে নেশা করা থেকে দূরে থাকার কথা বলতে শোনা যায় প্রচারে। তবে বলিউডে এমন অনেক তারকা রয়েছেন যারা নিজেরাই নেশা করেন। এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা মদের নেশায় চুর হয়ে থাকেন। দেখুন এই তালিকাতে রয়েছেন কারা।
মনীষা কৈরালা
Manisha Koirala : মনীষা কৈরালা নিজে স্বীকার করেছেন একটা সময় তিনি মদ্যপান এবং ধূমপান করতেন। তবে তার শরীরে যখন ক্যান্সার ধরা পড়ে তখন তিনি এর থেকে বিরত থাকতে শুরু করেন। ক্যান্সারের নিয়ে প্রচার চালানোর পাশাপাশি তিনি মদ্যপান ও ধূমপানের নেশার বিরুদ্ধেও প্রচার চালাচ্ছেন।
রাখি গুলজার
Rakhee Gulzar : বলিউডের এই অভিনেত্রীরও মদের নেশা ছিল। রাখি প্রখ্যাত পরিচালক ও লেখক গুলজারকে বিয়ে করেন। তবে তাদের মধ্যে সাংসারিক অশান্তি ছিল। এমনকি গুলজার রাখিকে মারধর করতেন এমন খবরও মেলে। ব্যক্তিগত জীবনে অশান্তির কারণে মদের নেশায় আসক্ত হয়ে পড়েন রাখি।
মীনা কুমারী
Meena Kumari : ব্যক্তিগত জীবনে চরম অশান্তির কারণে মদের নেশায় চুর হয়ে থাকতেন মীনা কুমারীও। অত্যধিক মদ্যপানের কারণে লিভার সিরোসিস রোগ হয় তার। মাত্র ৩৯ বছর বয়সে তার মৃত্যু হয়।
সিল্ক স্মিতা
Silk Smitha : ব্যক্তিগত জীবনে একেবারেই সুখী ছিলেন না সিল্ক স্মিতা। বি গ্রেড নায়িকা হিসেবে তকমা পেয়েছিলেন তিনি। অনেক জনপ্রিয়তা সত্ত্বেও তার জীবন ছিল খুবই কষ্টের। তিনি মদ্যপান এবং ধূমপানের নেশা করতেন। মানসিক হতাশা থেকে আত্মহত্যা করেছিলেন সিল্ক স্মিতা।
করিনা কাপুর
Kareena Kapoor : করিনা কাপুরেরও মদ্য পানের নেশা রয়েছে। তিনি পার্টি করতে এবং হৈ-হুল্লোড় করতে পছন্দ করেন। বহুবার বলিউডের বিভিন্ন পার্টিতে তাকে মদের গ্লাস হাতে দেখা গিয়েছে।
আমিশা পাটেল
Ameesha Patel : বলিউডের এই অভিনেত্রীও মদের নেশা করেন। ‘কহনা পেয়ার হে’, ‘গদর’ ছবি থেকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। কিন্তু এরপর আর সেভাবে বলিউডে তার জায়গা হয়নি। বিবাহিত পরিচালক বিক্রম ভাটের সঙ্গে প্রেম ও টাকা চেয়ে নিজের বাবার বিরুদ্ধেই মামলা ঠুকে বিতর্কে জড়িয়েছিলেন আমিশা। যা তার কেরিয়ারকে ব্যাকফুটে নিয়ে যায়।
সোনম কাপুর
Sonam Kapoor : অনিল কাপুরের মেয়ে সোনমেরও মদ্যপানের নেশা রয়েছে। একাধিকবার তাকে মদ্যপ অবস্থায় ক্যামেরার সামনে দেখা গিয়েছে।
কঙ্কনা সেন শর্মা
Konkona Sen Sharma : কঙ্কনা নিজেই তার মদ্যপান এবং ধূমপানের নেশার কথা স্বীকার করেছিলেন। তবে ২০১০ সালে তিনি ধূমপান ছেড়ে দেন। মদ্যপান একেবারে ছাড়তে না পারলেও আগের থেকে অনেক কমিয়েছেন।
সুস্মিতা সেন
Sushmita Sen : সুস্মিতা সেন নিজের মুখে মদ্যপানের কথা স্বীকার করেছেন। তবে তার কথায় তিনি মদের নেশায় আসক্ত নন। কিন্তু মদ খেতে ভালোবাসেন।
দিব্যা ভারতী
Divya Bharti : মাত্র ১৯ বছর বয়সে সফলতার শিখরে পৌঁছেছিলেন দিব্যা ভারতী। কিন্তু অকালেই তার প্রয়াণ ঘটে। তার মৃত্যুর কারণ হিসেবে মদ্যপানকেই দায়ী করা হয়। নেশার ঘোরে থাকা অবস্থাতেই তিনি তার অ্যাপার্টমেন্ট থেকে নিচে পড়ে যান এবং তার মৃত্যু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।