বলিউড অভিনেতা রণবীর সিং আইনি জটিলতায় পড়েছেন। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে কর্নাটকের বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) আইনজীবী প্রশান্ত মেঠাল এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক মাস আগে ভারতের গোয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI)-এর সমাপনী অনুষ্ঠানে অংশ নেন রণবীর সিং। সেখানে পরিচালক ও অভিনেতা ঋষভ শেঠীর আলোচিত সিনেমা ‘কান্তারা’-র প্রচারণা অনুষ্ঠানে মঞ্চে উঠে তিনি ঋষভ শেঠীর অভিনয়ের প্রশংসা করছিলেন।
এ সময় রণবীর মঞ্চে দাঁড়িয়ে সিনেমাটির চামুণ্ডাদেবীর দৈব অভিব্যক্তি অনুকরণ করে অস্বাভাবিক ভঙ্গিতে অভিনয় করেন। অভিযোগে বলা হয়, অভিনয় শেষে তিনি চামুণ্ডাদেবীকে ‘নারী ভূত’ বলে সম্বোধন করেন, যা হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
আইনজীবী প্রশান্ত মেঠালের দাবি, এ ঘটনা ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ২৯৯ ও ৩০২ ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ। তার বক্তব্য অনুযায়ী, কর্নাটকের অধিষ্ঠাত্রী দেবী চামুণ্ডা দেবীর অভিনয় করতে গিয়ে রণবীর সিং আসলে দৈব সংস্কৃতি ও হিন্দু ধর্মকে অপমান করেছেন।
আরও পড়ুনঃ
এ বিষয়ে সিনেমা ‘কান্তারা’-র পরিচালক ও অভিনেতা ঋষভ শেঠী জানান, তিনি দর্শক সারি থেকে একাধিকবার রণবীরকে চামুণ্ডাদেবীর অভিনয় বন্ধ করতে অনুরোধ করেছিলেন। তবে রণবীর সে নিষেধ উপেক্ষা করেন।
ঘটনাটি নিয়ে সমালোচনার মুখে পড়ে রণবীর সিং পরে একে অনিচ্ছাকৃত ঘটনা উল্লেখ করে ক্ষমা চান। তবে তার ক্ষমা প্রার্থনায় বিষয়টির নিষ্পত্তি হয়নি। শেষ পর্যন্ত এ ঘটনায় থানায় আনুষ্ঠানিকভাবে এফআইআর দায়ের করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


