বিনোদন ডেস্ক :
১. জুইগাটো
২. মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে
৩. শুভ নিকাহ
৪. তু ঝুঠি ম্যায়ঁ মাক্কার
৫. ইন কার
জুইগাটো
‘মান্টো’ (২০১৮) এবং ‘ফিরাক’ (২০০৮) পরিচালনায় জন্য খ্যাত অভিনেত্রী নন্দিতা দাস পরিচালিত ড্রামা ফিল্ম। ওড়িশার ভুবনেশ্বরবাসী ডেলিভারি নির্বাহী মানস (কপিল শর্মা)। স্ত্রী প্রতিমা (শাহানা গোস্বামী), ছেলে কার্তিক (প্রজ্বল সাহু) মেয়ে পুরবি (ইউবিকা ব্রহ্মা) এবং অসুস্থ মাকে (শান্তিলতা পাধি) নিয়ে তার সংসার। একটি কারখানার ম্যানেজার হিসেবে একসময় সে কাজ করত, সময়টা ছিল তার জন্য ভাল। একদিন কারখানা বন্ধ হয়ে গেলে সে বেকার হয়ে যায়। আট মাস বেকার থাকার পর তার যোগ্যতার চেয়ে কম মানের চাকরি পায় সে। প্রথমে দ্বিধা ও পারিবারিক বাধা থাকলেও শেষ পর্যন্ত সে ডেলিভারি রাইডারের চাকরি নিয়ে নেয়, মানে বিভিন্ন জিনিস গ্রাহকের বাসায় পৌঁছে দিতে হয় তাকে। ঘর থেকে বেরিয়ে যাবার পর তার প্রতিশ্রুতি ও কোটা হল কম পক্ষে ১০ জন গ্রাহকের দুয়ারে তার খাবারের প্যাকেট পৌঁছে দিতে হবে, তারপরই সে বাড়ি ফিরবে। তবে সবসময় তা সম্ভব হয় না। দিনে ৭ বা তার কম ডেলিভারি হলে তার কাজ পাবার হারও করে যায় অ্যাপের অ্যালগোরিদম অনুযায়ী। প্রতিমাও এদিকে কাজ খুঁজতে শুরু করে কিন্তু মানস তাকে বাধা দেয়। একদিকে তার কাজটি পরিবারের অন্যদের যেমন পছন্দ নেই তেমনি স্ত্রীকে কাজ করতে না দেয়ার নীতির কারণে পরিবারে সংকট শুরু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।