জুমবাংলা ডেস্ক: অল্প খরচে পরিত্যক্ত ও ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষে করে ব্যাপক সাফল্য পেয়েছে সিরাজগঞ্জের কৃষক। এরই ধারাবাহিকতায় চলতি বছর জেলায় বস্তায় আদা চাষ বেড়েছে।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ৩৩ হাজার ১১১টি বস্তায় আদা চাষ করা হয়েছে। এর থেকে ৪৮ মেট্রিকটন আদা উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে। যার পাইকারী মুল্য ২৫০ টাকা কেজি হিসাবে এক কোটি ২০ লাখ টাকা। এই আদা চাষে প্রতি বস্তায় খরচ হয় ৩০-৪০ টাকা। উৎপাদন হয় প্রতি বস্তায় দেড় থেকে দুই কেজি আদা।
বস্তায় আদা চাষে কৃষি বিভাগ কৃষকদের উদ্ভুদ্ধ করার পাশপাশি প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে। এছাড়া কোন উপজেলায় বীজ সার ও বস্তা সরবরাহ করা হয়েছে বলে জানা গেছে। বস্তায় আদা চাষে অধিক লাভবান হওয়ায এ বছর জেলার কৃষকরা অতিকহারে বস্তায় আদা চাষ করেছেন।
জানা গেছে, উল্লাপাড়া কৃষি অফিসের পরার্মশে সলঙ্গা ইউনিয়নের চক চৌবিলা গ্রামের কৃষক আলাউদ্দিন গত বছর প্রথম বস্তায় আধুনিক পদ্ধতিতে আদা চাষাবাদ করেন। বাড়ির সামনে পুকুরপাড়ে পরিত্যক্ত স্থানে ১৬০টি বস্তায় তিনি এভাবে আদা চাষাবাদ করেছেন। প্লাস্টিকের বস্তা কেটে তাতে জৈব সারসহ বিভিন্ন সার মিশিয়ে ২০ কেজি মাটি ভরেন। এরপর তাতে আদা রোপণ করেন। এতে তার মোট খরচ হয় ৬ হাজার ৪০০ টাকা। আদা উৎপাদন হয় ৩২০ কেজি। তিনি উৎপাদিত আদা বিক্রী করেন ৩২ হাজার টাকায়। এবারও তিনি প্রায় ৪০০ বস্তা আদা চাষ করেছেন। আশা করছেন এবার আরো বেশি আদা উৎপাদন হবে।
সদর উপজেলা বারাকান্দি গ্রামের কৃষক আমজাদ হোসেন বলেন, কৃষি অফিসের পরামর্শে আমার বাড়ির আশেপাশে ৩০ বস্তা আদা আবাদ করেছি। ৭ থেকে ৮ মাস পরে আদা উৎপাদিত হলে আমার পরিবারের চাহিদা মিটিয়েও আদা বিক্রি করে আর্থিক ভাবে লাভোবান হব।
সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে উপ-সহকারি কৃষি কর্মকর্তা হামিদুল ইসলাম জানান, ইতিমধ্যে সদর উপজেলায় সাড়ে ৬০০ বস্তায় মাটি ভার্তি করে আদা চাষ করা হচ্ছে। এর মধ্যে কালিয়া হরিপুর ইউনিয়নে বারাকান্দি গ্রামে বিভিন্ন অনাবাদি, পরিত্যাক্ত, বাড়ির ছাদে, বাড়ির আঙ্গিনা বা ঝাড় জঙ্গোলের আশেপাশে এই বস্তায় আদা চাষ অব্যহত রয়েছে।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বাবলু কুমার সুত্রধর জানান, ছায়াযুক্ত ও পতিত জমিতে বস্তায় আদা চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। এত কৃষকদের মাঝে ব্যাপক সারা পাচ্ছেন তিনি। এ বছর জেলায় ৩৩ হাজার ১১১টি বস্তায় আদা চাষ হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।