স্পোর্টস ডেস্ক : চলতি দ্বাদশ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে আজ বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে পাকিস্তান। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। সেমির লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখতে জয়ের বিকল্প নেই পাকিস্তানের।
এদিকে এখনও পর্যন্ত মাত্র ১টি করে জয় পেয়েছে পাকিস্তান। পাঁচ ম্যাচের ৩টিতেই হেরেছে সরফরাজের দল। বৃষ্টির কারণে তাদের ১টি করে ম্যাচ পরিত্যক্ত হয়। তাই ৩ পয়েন্ট সংগ্রহে রয়েছে তাদের। পয়েন্ট টেবিলে অবস্থান নয়ে। এই অবস্থায় সেমিফাইনাল দৌঁড়ে বেশ পিছিয়ে তারা।
সেমিফাইনালে যাওয়ার পথ সুগম করতে বাকি চার ম্যাচেই জিততে হবে পাকিস্তানকে। যদিও অনেক সমীকরণের উপর নির্ভর করতে হবে সরফরাজের দলকে। দুঃস্বপ্নের মত এবারের বিশ্বকাপে যাত্রা শুরু করে পাকিস্তান। যদিও উইন্ডিজের কাছে হারের পর দারুণভাবে ঘুড়ে দাঁড়ায় পাকিস্তান।
তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই স্বাগতিক ইংল্যান্ডকে হারায় তারা। সেই আত্মবিশ্বাস পরের ম্যাচে কাজে লাগেনি। শ্রীলংকার বিপক্ষে পরের ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। ফলে পয়েন্ট ভাগাভাগি করে দু’ দল।
এরপর বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে ৪১ রানে হারে পাকিস্তান। এতে আত্মবিশ্বাসে চিড় ধরে তাদের। এ অবস্থায় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে অসহায় আত্মসমর্পন করে হাফিজ-মালিকরা। বৃষ্টি আইনে ভারতের কাছে ৮৯ রানে হেরে যায় পাকিস্তান। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশে পরিবর্তন আনতে পারে পাকিস্তান।
পাকিস্তান সম্ভাব্য একাদশঃ ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, শোহেব মালিক/হ্যারিস সোহেল, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, হাসান আলী/ মোহাম্মদ হাসনাইন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।