স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে এখনও পর্যন্ত টেস্ট জিততে পারেনি বাংলাদেশ। তবুও তারা এবারের সিরিজে বেশ সতর্ক। কেননা সম্প্রতি লাল বলের ক্রিকেটে বাংলাদেশ যে পারফর্ম করেছে, তাতে যেকোনও দলই তাদের সমীহ করতে বাধ্য। পাকিস্তানের মাটিতে তাদেরকেই টেস্টে হোয়াইটওয়াশ করেছে। যে কারণে ভারতও বেশ সতর্ক।
এক সাক্ষাতকারে শুভমান গিল বলেন,‘আমার মনে হয় আন্তর্জাতিক ক্রিকেট খেলা কোনো দলকেই আপনি হিসাবের বাইরে রাখতে পারবেন না। গত কয়েক মাসে বাংলাদেশ যেভাবে ক্রিকেট খেলছে, সেটি দারুণ ইতিবাচক। তাদের ফার্স্ট বোলার ও মিডল অর্ডারের ব্যাটাররা যেভাবে চাপ সামলেছে, তা উপেক্ষা করা যাবে না। আমি বিশ্বাস করি ভারতের জন্য খুবই আকর্ষণীয় ও জমজমাট একটি সিরিজ হবে।’
গিল ওপেনার হিসেবে তার টেস্ট ক্যারিয়ার শুরু করলেও সম্প্রতি তাকে ৩ নম্বরে খেলতে দেখা যাচ্ছে। এই পজিশনে ১৭ ইনিংসে ৪৪.১ গড়ে তিনি রান করেছেন ৬১৮। দুটি হাফ-সেঞ্চুরির সঙ্গে রয়েছে দুটি সেঞ্চুরি। আর ওপেনিং পজিশনে তার গড় রান ৩২.৩৭।
গিল বলেন,‘কিছু ম্যাচে আমি যখন ৩ নাম্বার পজিশনে খেলেছি, আমি ভালো পারফর্ম করতে পারিনি। যেমন ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আমি ভালো শুরু করেছিলাম, ২০-৩০ রান করেছিলাম, কিন্তু সেটা বড় করতে পারিনি। আমি জানতাম, আমাকে ভালো কিছুতে করতে হবে। আমার লক্ষ্য এটাকে হাফ-সেঞ্চুরি থেকে সেঞ্চুরিতে পরিণত করতে হবে।’
চলতি বছর ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টেস্ট সিরিজে ভালো পারফরম্যান্স করেছেন গিল। ইংলিশদের বিপক্ষে সেই সিরিজে মোট ৪৫২ রান এসেছিলো গিলের ব্যাট থেকে। ‘এটা অনেক বড় আত্মবিশ্বাস ছিলো আমার জন্য। বিশেষ করে প্রথম টেস্ট ম্যাচটি হারার পর। বেশ কয়েকজন খেলোয়াড় ছিলো না, তাই আমাদের ওপর সিরিজ জয়ের চাপ ছিলো। এর আগে আমি কখনও ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলিনি। এটা অনেক ভালো অভিজ্ঞতা ছিলো।’
ভারতের জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ২৫টি টেষ্ট খেলেছেন শুভমান গিল। ৩৫.৫ গড়ে তার মোট রান ১৪৯২। ৬টি হাফসেঞ্চুরির সাথে রয়েছে ৪টি সেঞ্চুরি। চলতি বছর ১১ ইনিংসে তিনি রান করেছেন মোট ৪৯৮। এ বছর দুটি হাফসেঞ্চুরির পাশাপাশি রয়েছে দুটি সেঞ্চুরি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।