স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সফর ভালো যায়নি বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের। ওই সফর শেষ করে রোববার (৪ এপ্রিল) দেশে ফেরেন ফিজ। কিন্তু অন্যদের মতো পরিবারের কাছে যাননি। বরং বিমানবন্দরের ভেতরে বিশ্রাম সেরে উড়াল দিয়েছেন রাজস্থান শিবিরে যোগ দিতে।
ফর্ম ভালো না গেলেও কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজকে আইপিএল খেলার ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সামনে টি-২০ বিশ্বকাপ। বোর্ডের চাওয়া বিশ্বের সবচেয়ে বড় টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে খেলে অভিজ্ঞতা অর্জন করুক মুস্তাফিজ। ফিরে পাক নিজের ফর্ম।
রাজস্থান রয়্যালসেরও চাওয়া এমনই। তারা তাই বাঁ-হাতি পেসারকে ভারতে স্বাগত জানিয়েছেন। নিজেদের ফেসবুক পেজে দিয়েছেন এক পোস্ট। সেখানে রাজস্থান লাভ রিঅ্যাকশন দিয়ে লিখেছে, ‘মুস্তাফিজকে স্বাগত জানাতে আমাদেরকে একটা করে লাভ ইমোজি বা রিঅ্যাকশন পাঠান।’
তার পাশেই রাজস্থান দিয়েছে বাংলাদেশের পতাকা উড়ার ইমোজি। মুস্তাফিজ আইপিএলে নিজের প্রথম আসরে হায়দরাবাদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান পূর্বের পেস ফিরে পাওয়া মুস্তাফিজ এবার রাজস্থান শিবিরে বাংলাদেশের পতাকা উড়াবেন এটাই তাদের প্রত্যাশা।
আগামী ১২ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে রাজস্থান। নিউজিল্যান্ড থেকে করোনা মুক্ত সার্টিফিকেট নিয়ে আসা মুস্তাফিজ শুরুর ম্যাচ থেকেই খেলার যোগ্য হবেন বলে আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



