স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় ট্রফি ভাগাভাগি করে দুই দলকে সন্তুষ্ট থাকতে হয়েছে।
ট্রফি ভাগাভাগি করে বিরল রেকর্ডে নাম লিখিয়েছে বাংলাদেশ এবং আফগানিস্তান। এর আগে আর মাত্র দুটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বা সিরিজে ট্রফি ভাগাভাগি হয়েছে। এই রেকর্ডে সর্বশেষ যুক্ত হয়েছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটি।
২০০৮ সালে সর্বপ্রথম কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টের ট্রফি ভাগাভাগি দেখে ক্রিকেট বিশ্ব। সেবার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের শিরোপা ভাগাভাগি করেছিল নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ড।
ম্যাচটির টস অনুষ্ঠিত হলেও বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়াতে পারেনি। ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। এরপর ২০১৫ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ট্রফি ভাগাভাগি করে স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস।
এই ম্যাচেও কোনো বল মাঠে গড়াতে পারেনি। ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। বাংলাদেশে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ দিয়ে ৪ বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজে আবারও ট্রফি ভাগাভাগি দেখলো ক্রিকেট বিশ্ব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।