জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের বিশিষ্ট কারাতে প্রশিক্ষক, সাবেক জাতীয় কারাতে কোচ, বাংলাদেশে কারাতের প্রতিষ্ঠাতা হাসান আহমদ কিমনজি গতকাল দুপুর ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃ’ত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বাদ এশা হামজারবাগ শাহী জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
কিমনজি ১৯৬৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে বিশেষত চট্টগ্রামে প্রথম কারাতে প্রশিক্ষণ প্রদান করেন। পরবর্তীতে পশ্চিম পাকিস্তানেও তিনি কারাতে প্রশিক্ষণ প্রদান করেন। অধিকাংশ প্রথিতযশা কারাতে প্রশিক্ষকবৃন্দ মূলত তার হাতেই দীক্ষা নিয়েছিল। তার ইন্তেকালে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ডঃ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক কৈশ্যহ্ল মারমা, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু ও শাহজাদা আলম, সিজেকেএসএর সভাপতি মোহাম্মদ ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ শোক প্রকাশ করেছেন।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.