বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য বহুল প্রত্যাশিত সুসংবাদ নিয়ে এলো জাপান। “উদীয়মান সূর্যের দেশ” হিসেবে পরিচিত জাপানে এখন থেকে ভিসা ফি ছাড়াই ভ্রমণের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। সাম্প্রতিক পরিবর্তনে ভিসা আবেদনের ফি সম্পূর্ণ মওকুফ করা হয়েছে, আবেদনকারীদের দিতে হবে শুধুমাত্র ভিএফএস গ্লোবালের সার্ভিস চার্জ ১,৯০০ টাকা।

৩ নভেম্বর ২০২৪ থেকে ভিএফএস গ্লোবাল জাপান দূতাবাসের পক্ষে ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে। এরপর থেকে দূতাবাস আর সরাসরি কোনো আবেদন গ্রহণ করছে না। সব আবেদন ভিএফএস গ্লোবাল সেন্টারের মাধ্যমে জমা দিতে হবে।
ইন্টারভিউয়ের ঝামেলা নেই
নতুন প্রক্রিয়ার সবচেয়ে বড় সুবিধা হলো—কোনো ব্যক্তিগত সাক্ষাৎকার (ইন্টারভিউ) লাগবে না। জমা দেওয়া নথিপত্র যাচাই করেই ভিসা ইস্যু করা হবে। ফলে আগের তুলনায় ভ্রমণ প্রক্রিয়া অনেক সহজ হয়েছে।
জাপান ভিসার জন্য প্রয়োজনীয় নথি
আবেদনকারীদের নিম্নোক্ত কাগজপত্র জমা দিতে হবে—
১. ভিসা আবেদনপত্র
২. বৈধ পাসপোর্ট ও ফটোকপি
৩. পুরোনো পাসপোর্ট (যদি থাকে)
৪. ছবি ২ কপি (৩৫×৪৫ মিমি)
৫. এয়ারলাইন্স বুকিং
৬. হোটেল বুকিং
৭. শেষ ৩ বছরের ট্যাক্স পেমেন্ট রিসিপ্ট
৮. শেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
৯. ভ্রমণসূচি
১০. এনওসি (প্রযোজ্য ক্ষেত্রে)
১১. কাভার লেটার
স্পন্সর থাকলে অতিরিক্ত প্রয়োজনীয় কাগজপত্র
– ইনভাইটেশন লেটার
– সম্পর্কের প্রমাণ বা ব্যাখ্যামূলক নথি
– গ্যারান্টি লেটার
– স্পন্সরের ব্যাংক স্টেটমেন্ট (৬ মাস)
ভিসা ফি বাদ পড়া এবং ইন্টারভিউয়ের বাধ্যবাধকতা উঠিয়ে দেওয়ায় বাংলাদেশিদের জন্য জাপান ভ্রমণ এখন আরও সহজ ও স্বল্পব্যয়ী হলো। ভ্রমণপ্রিয়রা এটিকে জাপান যাওয়ার এক বড় সুযোগ হিসেবে দেখছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



