কিউইদের হারিয়ে ‘বাংলা ওয়াশ’ সিরিজ চ্যাম্পিয়ন পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: ‘বাংলা ওয়াশ’ ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক নিউ জিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান। এক সময় মনে হচ্ছিল ম্যাচটা পাকিস্তানের জন্য বের করা কঠিনই হয়ে যাবে। তবে শেষ হাসি পাকিস্তানই হেসেছে।

১৫তম ওভারেই মূলতঃ ম্যাচের গতি পরিবর্তন করে দেন পাকিস্তানের দুই ব্যাটার হায়দার আলি এবং মোহাম্মদ নওয়াজ। এই এক ওভার থেকেই ২৫ রান তোলেন তারা দু’জন। বোলার ছিলেন ইশ সোধি। পরের ওভারেই টিম সাউদির বলে মার্ক চাপম্যানের দুর্দান্ত এক ক্যাচে পরিণত হন হায়দার। কিন্তু ১৫ বলে খেলা তার ইনিংসটিই সঞ্জিবনী শক্তি হিসেবে কাজ করলো পাকিস্তান ইনিংসে।

এরপর টিকনারের বলে আসিফ আলি আউট হয়ে যাওয়া মনে করা হচ্ছিল ম্যাচের নিয়ন্ত্রণ বুঝি আবার নিউ জিল্যান্ডের হাতে চলে গেলো। কিন্তু মোহাম্মদ নওয়াজ আর ইফতিখার আহমেদ মিলে সে শঙ্কাও উড়িয়ে দেন।

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন হয় কেবল ৪ রান। টিকনারের বল থেকে সে রান তুলতে কষ্ট হলো না ইফতিখার আর নওয়াজের। ইফতিখারের বিশাল ছক্কা দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৩ রান করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে তিন বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় পাকিস্তান, ১৬৮/৫। ২২ বলে অপরাজিত ৩৮ রান ও বল হাতে এক উইকেট নেয়ার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের জন্য যে উইকেট তৈরি করা হলো, ম্যাচের শুরুতে মনে হয়েছিল এখানে রান উঠবে। কিন্তু ম্যাচের আয়ু যত বাড়ছে, তত উইকেট স্লো হচ্ছে। রান করাটাই যেন খুব কঠিন হয়ে যাচ্ছে।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের হয়ে জ্বলে উঠতে পারেননি দুই ওপেনার। প্রথম ওভারের শেষ বলে ফিন অ্যালেনকে ফেরান নাসিম শাহ। ৬ বলে ১২ রান করা ফিন ক্যাচ দেন নওয়াজের হাতে। উইলয়ামসনের সঙ্গে কনওয়ে দলকে এগিয়ে নিতে থাকেন।

হারিস রউফের বলে বোল্ড কনওয়ে। ১৭ বলে তিনি করেন ১৪ রান। তবে যে কোনো ফাইনালেই ঝলসে ওঠা কেন উইলিয়ামসন এই ম্যাচে ছিলেন উজ্জ্বল। তার ব্যাটেই আসে ব্যক্তিগত সর্বোচ্চ রান। ৩৮ বলে চারটি চার ও দুই ছক্কায় ৫৯ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে গ্লেন ফিলিপসের ব্যাটে। ১৯ বলে ২৫ রান করেন মার্ক চ্যাপম্যান।

শেষের দিকে জিমি নিশাম ১০ বলে করেন ১৭ রান। বল হাতে পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন নাসিম শাহ ও হারিস রউফ। একটি করে উইকেট নেন শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ।