নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি প্রোগ্রামের ২০২৫ সালের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীনের অনুমোদনক্রমে ফলাফল প্রকাশ করেন বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদ।
চলতি বছর এসএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৩৪ হাজার ১৯১ জন। তবে পরীক্ষায় অংশ নেয় ৩০ হাজার ১৪৯ জন। এর মধ্যে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয় ১৪ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী। পাস করেছেন ৮ হাজার ৭১০ জন, যা শতকরা হারে ৬০ দশমিক ৭১ শতাংশ।
উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৫ হাজার ৩৫৬ জন এবং ছাত্রী ৩ হাজার ৩৫৪ জন। পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://result.bou.ac.bd/ থেকে জানা যাবে।
উল্লেখ্য, বাউবি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন বয়স ও পেশার মানুষের জন্য বিকল্প শিক্ষার সুযোগ সৃষ্টি করে চলেছে। এসএসসি পরীক্ষার ফলাফল সেই ধারাবাহিকতার আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।