নিজস্ব প্রতিবেদক, গাজীপুর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএ/বিএসএস পরীক্ষা-২০২২ এর ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টারের চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদ দুপুরে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে এ ফলাফল হস্তান্তর করেন।
পরীক্ষায় ছয় সেমিস্টারে মোট নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৮৯৮ জন। আর পরীক্ষায় মোট অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৯৫৪ জন।
চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪৬ হাজার ৪৮১ শিক্ষার্থী। এরমধ্যে ৩৩ হাজার ১৫৬ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পাসের হার শতকরা ৭১ দশমিক ৩৩।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৮ জন ‘অ-’, ২৮৪ জন ‘ই-’, ৩,৯১১ জন ‘ই’, ১১ হাজার ৮৪৬ জন ‘ঈ-’, ১১,৮৪৮ জন ‘ঈ+’, ৪ হাজার ৭৫৪ জন ‘ঈ’ এবং ৫০৫ জন ‘ঈ-’ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৭ হাজার ৬২৭ জন ছাত্র এবং ১৫ হাজার ৫২৯ জন ছাত্রী।
ফলাফল result.bou.ac.bd ওয়েবসাইটে পাওয়া যবে। এছাড়া SMS এর মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।