
বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় বাঘাইছড়ি থানায় এ মামলা দায়ের করা হয়। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মঞ্জুর আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, এনো চাকমার স্ত্রী বুধবার সন্ধ্যায় মামলাটি করেন। মামলার প্রধান আসামি বড় ঋষী চাকমাসহ অনেকে পলাতক। পুলিশ আসামিদের ধরতে তৎপর রয়েছে।
পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জ্ঞান চাকমা নিহতদের নিজেদের নেতা দাবি করে এই হত্যাকাণ্ডের ঘটনার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করেছেন। তবে জনসংহতি সমিতি এই অভিযোগ অস্বীকার করেছে।
উল্লেখ্য, গত ১১ই আগস্ট রাত সাড়ে ১২টার দিকে বাঘাইছড়ি উপজেলার বাবু পাড়া এলাকায় দুর্বৃত্তদের ব্রাশফায়ারে কেন্দ্রীয় যুব কমিটির সাধারণ সম্পাদক শতসিদ্ধি চাকমা ও উপজেলার যুব কমিটির সদস্য এনো চাকমা নিহত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


