জুমবাংলা ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বেশির ভাগ জায়গায় আজ থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। সেই সঙ্গে তাপমাত্রা বাড়ার কারণে ভ্যাপসা গরম বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৬ আগস্ট) সকালে আগামী ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানায় আবহাওয়া অফিস।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশে সামগ্রিকভাবে বৃষ্টি কমতে পারে। এতে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে বিকেল থেকে বৃষ্টি বাড়লে তাপমাত্রা কমে আসতে পারে। বিশেষ করে রাতে বৃষ্টি বেশি হতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, সামগ্রিকভাবে বৃষ্টি কমলেও রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি একটু বেশি হতে পারে।
গতকাল মঙ্গলবার ঢাকায় সকালের দিকে বৃষ্টি ছিল না, ফলে গরম বেড়ে যায়; দুপুরের পর আবার বৃষ্টি হলে গরম কিছুটা কমে যায়।
গতকাল দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০২ মিলিমিটার। আর দেশে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুরে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।