জুমবাংলা ডেস্ক : বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেণুকে গণপি*টুনিতে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন- সোহেল রানা (৩০), রাজু (২৩), মুরাদ (২২), বিল্লাল (২৮) ও আকসাদুল (২২)।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনায় জড়িত সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন।
২০ জুলাই রাজধানীর উত্তর বাড্ডায় কাঁচাবাজার সড়কে রেণুকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। পরে এ ঘটনায় একটি মামলা হয়।
নিহত রেণুর স্বজনদের দাবি, মেয়েকে স্কুলে ভর্তি করানোর জন্য বাড্ডার একটি স্কুলে খোঁজ নিতে গিয়েছিলেন তিনি। খবর-ইউএনবি’র
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।