স্পোর্টস ডেস্ক: ব্যাটে ছিল না রান। যে কারণে দল থেকে বাদ পড়তে হলো তাকে। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ফরম্যাট ইন্ডিপেন্ডেনস কাপের শেষ ম্যাচে একাদশে ঠাঁই হলো না মোহম্মদ আশরাফুলের।
ইস্ট জোনের হয়ে প্রথম দুই ম্যাচে ৫ বলে ০ ও ৫৭ বলে ১৫ রান করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। ব্যাটিংয়ে এমন হতশ্রী পারফরম্যান্সের জন্য আশরাফুলকে বাদ দিয়ে একাদশে নেওয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটার নাদীফ চৌধুরীকে। এছাড়া উইকেটকিপার-ব্যাটার ইরফান শুক্কুরের বদলে একাদশে সুযোগ পেয়েছেন প্রীতম কুমার।
বৃহস্পতিবার লিগ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে নর্থ জোনের মুখোমুখি হয়েছে ইস্ট জোন।
টস হেরে আগে ব্যাটিং করছে মাহমুদউল্লাহ রিয়াদের নর্থ জোন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ১৪৯ রান। ৮৭ বলে ৬৬ রান করে রানআউট হয়ে গেছেন রিয়াদ।
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেট খেলেই সময় কাটছে আশরাফুলের। এজন্য কঠোর পরিশ্রম করেন নিয়মিত। তবে চলমান ইন্ডিপেন্ডেন্স কাপের প্রথম দুই ম্যাচে তার প্রতিফলন দেখাতে পারেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।