স্পোর্টস ডেস্ক : বিয়ের যেন ধুম লেগেছে ভারতের ক্রিকেটাঙ্গনে। কিছুদিন আগেই যুজবেন্দ্র চাহাল বাগদান সেরে ফেলেছেন। এবার সেই পথে হাঁটলেন ভারতের তরুণ অল-রাউন্ডার বিজয় শংকর। দীর্ঘদিনের বান্ধবী বৈশালী বিশ্বেশ্বরণের সঙ্গে বাগদান হয়ে গেছে তার। সেই অনুষ্ঠানের দুটি ছবি বিজয় শংকর নিজেই সোশ্যাল সাইটে পোস্ট করেছেন।
ছবিতে দেখা যাচ্ছে বৈশালীর পাশে দাঁড়িয়ে রয়েছেন চেন্নাইয়ের এই অলরাউন্ডার। ক্যাপশনে শুধু আংটির ইমোজি। এই পোস্টের পরই অভিনন্দনে ভাসছেন এই ক্রিকেটার। লোকেশ রাহুল, যুজবেন্দ্র চাহাল, শ্রেয়াস আইয়ার ওই পোস্টে মন্তব্য করে তাকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও অভিনন্দন জানিয়েছেন করুণ নায়ার, অভিনব মুকুন্দ, জয়ন্ত যাদবরাও।
২০১৮ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয় বিজয় শঙ্করের। এক বছর পর মেলবোর্নে হয় ওয়ানডে অভিষেক। এখনও পর্যন্ত ১২ ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টিতে খেলেছেন। ওয়ানডে ম্যাচে তিনি করেছেন ২২৩ রান, নিয়েছেন ৪ উইকেট। টি-টোয়েন্টিতে ১০১ রানের পাশাপাশি শিকার করেছেন ৫ উইকেট। আসন্ন আইপিএলে বিজয় শংকরকে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে দেখা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।