মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে অভূতপূর্ব উন্মাদনা। অনুদানের বন্যায় এসবিআই অ্যাকাউন্টের সীমা পূর্ণ হয়ে গেলে দান বন্ধের ঘোষণা দিতে হয়েছে কর্তৃপক্ষকে। তবুও থামছে না মানুষের ঢল—দেল বেঁধে কেউ মাথায় ইট বহন করছেন, কেউ আবার দানবাক্সে জমা দিচ্ছেন অর্থ।
মুর্শিদাবাদের রেজিনগরে বিতর্কিত বাবরি মসজিদ নির্মাণ প্রকল্পে জনসাধারণের অংশগ্রহণ চোখে পড়ার মতোভাবে বেড়ে গেছে। গত শনিবার (৬ ডিসেম্বর) সাময়িক বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস (টিএমসি) বিধায়ক হুমায়ুন কবীর মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেই মুহূর্ত থেকেই শুরু হয় অনুদান গ্রহণ—অনলাইনে ও নগদে দান করতে থাকে মানুষ।
মাত্র কয়েক দিনের মধ্যেই অনুদানের পরিমাণ এত দ্রুত বাড়তে থাকে যে ট্রাস্টের এসবিআই অ্যাকাউন্টের লিমিট ছাড়িয়ে যায়। এজন্য হুমায়ুন কবীর ঘোষণা দেন, ‘এসবিআই অ্যাকাউন্টের লিমিট ট্রাস্ট ক্রস করেছে, এখন আর টাকা নেওয়া যাবে না। যারা দান করবেন, দয়া করে দানবাক্স বা কাউন্টারে দান করুন।’
মসজিদ নির্মাণে স্থানীয়দের উৎসাহও ছিল চোখে পড়ার মতো। কেউ দেল বেঁধে মাথায় করে ইট আনছেন, কেউ স্বেচ্ছাশ্রমে কাজ করছেন—সব মিলিয়ে প্রকল্পটি ঘিরে এলাকাজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
অনুদানের ঢল অব্যাহত থাকায় নির্মাণের গতি আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এসবিআই অ্যাকাউন্টে যে লিমিট ছিল, সেটি ক্রস করে গিয়েছে। ম্যানেজাররা অ্যাকাউন্টে টাকা আর গ্রহণ করতে পারছেন না। যারা দান করবেন আগামীকাল থেকে আবার অনুদান দিতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



