স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে অসাধারণ খেলেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দলনেতা হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেয়া এবং ভালো ব্যাটিং করার কারণে তার প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার নারী সাংবাদিক মেলিন্দা ফ্যারেল।
বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি একজন অস্ট্রেলিয়ান সাংবাদিক হতে পারি কিন্তু এর মানে এই নয় যে, আমাকে অস্ট্রেলিয়াকেই সমর্থন করতে হবে। আমি মূলত ভালো ক্রিকেটের সমর্থক। আমি বাবর আজমকে দেখে খুবই আনন্দিত হয়েছি, বিশেষত মাঠে তার পারফর্ম।’
একইসাথে আব্দুল্লাহ শফিকের খেলার প্রতিও মুগ্ধতার কথা জানিয়েছেন তিনি। মেলিন্দা ফ্যারেল বলেন, ‘ধ্বংসযজ্ঞের সময় তার অসাধারণ দৃঢ়তা আমাকে প্রভাবিত করেছে।’
তাছাড়া করাচির বাসিন্দাদের অভিজাত আতিথেয়তার প্রতি শুকরিয়া জানিয়ে তিনি বলেছেন, ‘আমার সৌভাগ্য যে, আমি করাচিতে আসতে পেরেছি এবং অনেক কিছু দেখেছি। খুব শিগগির এই শহরে আবার আসব।’
তিনি আশা করছেন, আগামী সোমবার লাহোরে শুরু হতে যাওয়া সফরের তৃতীয় ও শেষ টেস্টও খুব জমজমাট ও প্রতিযোগিতামূলক হবে। তবে তিনি চান, ওই টেস্টের ফলাফল দেখতে, ড্র নয়।
সূত্র : ডেইলি জং ও জিও নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।