বিরাট কোহলির একগাদা রেকর্ড ভাঙবেন বাবর আজম, আশা তার বন্ধুর

স্পোর্টস ডেস্ক: শেষ কিছুদিন ধরে দারুণ ফর্মে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এমন ছন্দে থাকার কারণে বিরাট কোহলির সঙ্গে তুলনাটাও আসছে বেশ জোরেশোরেই। তবে বাবরের সতীর্থ ইমাম উল হক এমন কোনো তুলনায় যেতে চাইলেন না মোটেও। বরং তিনি চান, ব্যাট দিয়েই যেন বাবরের কথা বলা হয়। আর সেজন্যে কোহলির একগাদা রেকর্ড ভাঙুক বাবর, চাওয়া তার।

সম্প্রতি পাকিস্তানের সামা নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিরাট কোহলি একজন কিংবদন্তি, এতে কোনো সন্দেহই নেই। যদি কেউ ২৪০ ম্যাচ খেলে, আর কেউ খেলে ৮০ ম্যাচ, তাহলে তাদের আপনি তুলনা করতে পারেন না। তবে আমার বন্ধু ও পাকিস্তানের অধিনায়ক কোহলির একগাদা রেকর্ড ভেঙে দেবে, এমনটাই চাই আমি।’

শেষ কিছু দিনে কোহলির ফর্ম ভালো যাচ্ছে না। শেষ সেঞ্চুরিটাও এসেছে প্রায় তিন বছর আগে। এরপরও দুজনের কোনো তুলনা চলে না, অভিমত ইমামের। বললেন, ‘এখন, আমি জানি না কেন তুলনাগুলো আসে। একজনের ১০ হাজারেরও বেশি রান আছ। হ্যাঁ, আমি চাইব বাবর যেন সব ফরম্যাটে কোহলির চেয়ে ৩-৪ হাজার রান বেশি নিয়ে ক্যারিয়ার শেষ করে।’

তবে ইমাম কোহলির তুলনা করলেন তার সতীর্থ রোহিত শর্মার সঙ্গে। বললেন, ‘আমি মনে করি, যে প্রতিভাটা রোহিত শর্মার আছে, সেটা কোহলির নেই। দু’জনকেই খেলতে দেখেছি আমি। কিন্তু যেভাবে রোহিত খেলে, মনে হয় সে রিপ্লেতে ব্যাটিং করছে। সে এমন সময় নিয়ে ব্যাট করে।’

‘বেশিরভাগ সময় আমি পয়েন্টে ফিল্ডিং করি, সে কারণে আমি টাইমিংয়ের সত্যিকারের অর্থটা বুঝতে পেরেছি। কোহলি আমার সামনে ব্যাট করেছেন, রোহিত শর্মাও। কিন্তু রোহিত ঈশ্বরের পক্ষ থেকে অনেক বেশি প্রতিভা পেয়েছেন। তিনি এমন এক খেলোয়াড় যিনি তুড়িতেই খেলা বদলে দিতে পারেন। যখন তিনি উইকেটে থিতু হয়ে যান, তখন তিনি তার ইচ্ছামতো ব্যাট করতে পারেন।’