জুমবাংলা ডেস্ক: বাবাকে হত্যার দায়ে ছেলেকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ইসলামপুর উপজেলার কৃষ্ণনগর (পূর্ব শশারিয়াবাড়ি) এলাকার অজর উদ্দিন তার ছেলে রুকনুজ্জামানকে হাফেজি লাইনে লেখাপড়া করান। ২০১২ সালের রমজান মাসে ছেলেকে গ্রামের মসজিদে ইমামতি করতে বলেন অজর উদ্দিন। ছেলে ইমামতি করতে রাজি না হলে তিনি ছেলেকে বকা দেন। পরে ২০১২ সালের ২১ জুলাই রাতে নিজ বাড়িতে সেহরি খেতে বসেন অজর উদ্দিন ও তার স্ত্রী কমলা বেগম। এ সময় রুকনুজ্জামান খোকন বাঁশের লাঠি দিয়ে তার বাবাকে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী কমলা বেগম বাদী হয়ে ছেলে রুকনুজ্জামান খোকনকে আসামি করে ইসলামপুর থানায় হত্যা মামলা দায়ের করে। মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে ১২ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে বাবাকে হত্যার দায়ে ছেলে রুকনুজ্জামান খোকনকে আমৃত্যু কারাদণ্ড দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।