বাবার সঙ্গে স্মৃতি নিয়ে কাকে খোঁচা দিলেন পরীমনি?

বাবার সঙ্গে স্মৃতি নিয়ে কাকে খোঁচা দিলেন পরীমনি

বিনোদন ডেস্ক : আজ ‘বিশ্ব বাবা দিবস’। প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী বাবা দিবস পালন করা হয়। দিনটিতে বিশেষভাবে বাবাদের স্মরণ করে উদযাপন করেন সন্তানেরা। এই উপলক্ষ্যে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাদের নিয়ে নানান স্মৃতি শেয়ার করেন। বাদ যাননি পরীমনিও।

বাবার সঙ্গে স্মৃতি নিয়ে কাকে খোঁচা দিলেন পরীমনি

রোববার ভোর ৫টার দিকে বাবা নিয়ে খোঁচা দিয়ে বসলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন এই চিত্রনায়িকা। তিনি লেখেন, এই যেমন আজ তোমার বাবাকে নিয়ে তুমি সুন্দর কোনো স্মৃতি খুঁজে পাচ্ছো না শেয়ার করার মতন, তেমনি একদিন তোমাকে নিয়েও তোমার ছেলের কোনো মেমোরিজই থাকবে না!

তিনি লেখেন, অবশ্য তোমার তো তোমার মায়ের সঙ্গেই নেই সেসব। যত আবার ফেরেন্ডিদের (ফ্রেন্ড) সঙ্গে আছে! লুজার।

অনেক বছর আগেই বাবা-মা হারানো এই নায়িকা আরও লেখেন, ‘মা-বাবা নেই এই কষ্ট ঢের ভালো এমন থাকার থেকে। যাই ঘুম দেই একটা, ছেলের গলা ধইরা।’

সেই স্ট্যাটাসে কারও নাম উল্লেখ না করলেও নেটিজেনদের ধারণা- এটি পরীমনি তার সন্তানের বাবাকে উদ্দেশ্য করেই লিখেছেন।

সম্প্রতি রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার তিন অভিনেত্রী বান্ধবীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের ঘটনায় রাজ-পরীর দাম্পত্য কলহ প্রকাশ্যে আসে। তখনই জানা যায়, আলাদা থাকছেন দুজনে। মাঝে মাঝে সন্তানকে দেখতে আসেন রাজ।

এদিকে এর বেশ কয়েকটা ঘন্টা আগে ছেলে রাজ্যের সঙ্গে মিষ্টি একটি ভিডিও পোস্ট করেন পরীমনি। মায়ের সঙ্গে ছোট্ট রাজ্যের ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের। ভিডিওটির ক্যাপশনে পরীমনি লেখেন, ‘আমার আব্বা’। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।