বাবা ও ছেলের সর্বনাশের শিকার হয়ে অন্তঃসত্ত্বা কিশোরী

সর্বনাশের শিকার

জুমবাংলা ডেস্ক : বরগুনায় এক কিশোরীকে সর্বনাশের অভিযোগে ওর্য়াড আওয়ামী লীগের সাবেক এক নেতা ও তাঁর ছেলের বিরুদ্ধে বরগুনা থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে আজ সোমবার বরগুনা থানায় সর্বনাশের মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন বরগুনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও তাঁর ছেলে আরিফ। বরগুনা সদর থানার ওসি এ কে এম তারিকুল ইসলাম মামলা দায়ের ও আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বনাশের শিকার

ভুক্তভোগী কিশোরীর মা জানান, বাবা হারানো মেয়েকে নিয়ে নুরুল ইসলামের বাসায় ভাড়া থাকতেন তিনি। বাজারে সবজি বিক্রি করে সংসার চলত তাঁদের। সেই সুযোগে এক বছর ধরে তাঁর মেয়েকে জোর করে কয়েক দফা সর্বনাশ করেন নুরুল ইসলাম। পরে তাঁর ছেলে আরিফ এ ঘটনা জানতে পেরে সেও সর্বনাশ করে। মেয়ে ভয়ে কাউকে কিছু না বলে সহ্য করে বাবা-ছেলের নির্যাতন। কয়েক দিন বাবা-ছেলে পালাক্রমে সর্বনাশ করলে গতকাল তাঁর কাছে সর্বনাশ এর কথা জানালে তাঁরা থানায় অভিযোগ দায়ের করেন।

সর্বনাশ এর শিকার ওই কিশোরী জানায়, নুরুল ইসলামকে সে খালু ডাকত। তাঁর বাসায় গেলে নুরুল ইসলাম তাকে আদর করার নামে জড়িয়ে ধরতেন। মাঝেমধ্যে ভালো খাবার দিতেন। এক পর্যায়ে বিয়ে করার কথা বলে সর্বনাশ করেন। এভাবে কয়েক মাস ধরে নুরুল ইসলাম কিশোরীকে সর্বনাশ করেছেন। কিশোরী আরো জানায়, নুরুল ইসলামের ছেলে আরিফ একদিন তাকে বলে, তোর এবং বাবার কুকর্মের কথা আমি জানি। লোকজনের কাছে তাদের কুকর্মের কথা বলে দেওয়ার ভয় দেখিয়ে আরিফও তাকে সর্বনাশ করে।

৮ বছরের শরীরে বন্দি ২২ বছরের তরুণী

বরগুনা থানার ওসি এ কে এম তারিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তিনি আরো জানান, বাবা-ছেলের সর্বনাশ এর শিকার হয়ে কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে লোকজন জেনে যায়।

গতকাল রবিবার এ বিষয়ে ভুক্তভোগী পরিবার জেলা প্রশাসক বরাবর অভিযোগ করলে তিনি বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলেন। পরে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি আমলে নিয়ে পুলিশের একটি টিম পাঠিয়ে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় প্রথমে নুর ইসলামকে থানায় নিয়ে যায়। এর আধাঘণ্টা পরে তাঁর ছেলে আরিফকেও গ্রেপ্তার করে পুলিশ।