বাবা-মা নেয়নি দায়িত্ব, অনাথাশ্রমের লায়লাই শাসন করেছেন ক্রিকেট বিশ্ব!

বাবা-মা নেয়নি দায়িত্ব, অনাথাশ্রমের লায়লাই শাসন করেছেন ক্রিকেট বিশ্ব!

স্পোর্টস ডেস্ক : লিসা স্টালেকরের নাম আপনারা অনেকেই শুনে থাকবেন। অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে তাঁর নাম বিবেচিত হয়। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পরে কমেন্ট্রি বক্সে তিনি নিজের জায়গা করে নিয়েছেন। আজ মহিলা ধারাভাষ্যকার হিসেবেও তিনি যথেষ্ট সুখ্যাতি অর্জন করেছেন। কিন্তু, আপনারা একথা কি জানেন, অস্ট্রেলিয়ার এই কিংবদন্তী মহিলা অলরাউন্ডার জন্মগ্রহণ করেছিলেন ভারতের পুনেতে? না জানলে পড়ে নিন এখুনি-

বাবা-মা নেয়নি দায়িত্ব, অনাথাশ্রমের লায়লাই শাসন করেছেন ক্রিকেট বিশ্ব!
ছবি সংগৃহীত

জন্মের সঙ্গে সঙ্গেই লিসার আসল বাবা-মা তাঁকে পুনের ‘শ্রীবৎস’ অনাথাশ্রমের সামনে ছেড়ে চলে যান। কারণ তাঁরা এই মেয়ের ভরনপোষনের দায়িত্ব গ্রহণ করতে চাননি। ওই অনাথ আশ্রমেই লিসার নাম দেওয়া হয়েছিল লায়লা। পরবর্তীকালে ভারতীয় বংশোদ্ভুত চিকিৎসক হ্যারেন এবং তাঁর ব্রিটিশ পত্নী সু লিসাকে দত্তক নেন। তাঁকে নিয়ে সোজা মিশিগান চলে গিয়েছিলেন। সেখানে তাঁর লায়লা নাম পরিবর্তন করে লিসা রাখা হয়। পরবর্তীকালে হ্যারেন এবং সু সিডনিতে বসবাস করতে শুরু করে দেন।

বর্তমানে ৪২ বছর বয়সি লিসা প্রায় ১২ বছর পর আবারও ওই অনাথ আশ্রমে (শ্রীবৎস) ছুটে গিয়েছিলেন যেখানে কার্যত তাঁর পুনর্জন্ম হয়েছিল। একটি টুইট করে লিসা জানান, “আমি যখনই এই অনাথ আশ্রমে আসি, তখনই খুব আবেগপ্রবণ হয়ে পড়ি। সকলেই আমাকে আন্তরিকভাবে স্বাগত জানান। ১২ বছৎ আগে যে স্টাফেদের আমি দেখেছিলাম, তাঁদের মধ্যে অনেককেই আবারও দেখতে পেয়ে খুব খুশি হয়েছি।”

২০০১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক করেছিলেন লিসা স্টালেকর। লিসা অস্ট্রেলিয়ার হয়ে আটটি টেস্ট ম্যাচ, ৫৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ এবং ১২৫টি একদিনের ম্যাচ খেলেছেন। একদিনের ক্রিকেটে লিসা ২,৭২৮ রান করার পাশাপাশি ১৪৬টি উইকেটও শিকার করেছেন।


অন্যদিকে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিনি মোট ৭২৯ রান করার পাশাপাশি ৬০টি উইকেট শিকার করেন। টেস্ট ক্রিকেটে লিসা স্টালেকর ৪১৬ রান করার পাশাপাশি ২৩টি উইকেট শিকার করেছেন। সবথেকে বড় কথা, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ক্যাপ্টেনও ছিলেন তিনি।

শাড়ির আঁচল ঠিক করতে গিয়ে বেড়িয়ে এলো নোরা ফতেহির ক্লিভেজ, তুমুল ভাইরাল