জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বামার নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে রাজধানী ঢাকার বাংলামোটরস্থ হামদর্দের প্রধান কার্যালয়ে বামার প্রেসিডেন্ট, হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ড. মোস্তফা নওশাদ জাকী, সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক এস এম সাখাওয়াত হোসেন, অর্থ সম্পাদক ডা. মো.নুরুল হক খলিফা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এম রুবেল তালুকদার, প্রচার সম্পাদক মো.আবুল হাসান, বিভাগীয় প্রধান আনন্দ কুমার প্রমাণিক, মো.মঈন উদ্দিন রুবেল, সদস্য রাজীব সিংহ।
বৈঠকে আয়ুর্বেদিক ওষুধ শিল্পের উন্নয়ন বিকাশের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের বিপিসি এবং বামার যৌথ উদ্যোগে একটি জাতীয় সেমিনার এবং আয়ুর্বেদ মেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। ওষুধ শিল্পের উন্নয়নে জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারীর তৃতীয় সংস্করণ প্রকাশে দ্রুত উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান বামার নেতারা।
এছাড়া স্বাস্থ্য সংস্কার কমিশনে আয়ুর্বেদ ওষুধ শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে না রাখায় ক্ষোভ প্রকাশ করা হয় বৈঠকে। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কমিশনে আয়ুর্বেদ ওষুধ শিল্পের একজন প্রতিনিধি অন্তর্ভূক্ত করার দাবি জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।