পরিবারের চাপে বার্সেলোনায় ফিরছেন মেসি!

স্পোর্টস ডেস্ক : ফ্রান্সের প্যারিসের আলো-বাতাসের সঙ্গে অতটা খাপ খাওয়াতে পারছে না লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তার সন্তানেরা! তাই স্ত্রী-সন্তানের কথা বিবেচনায় নিয়েই নাকি তার বার্সেলোনায় ফিরতে চাওয়ার জল্পনা।

ভেনেজুয়েলাভিত্তিক সংবাদ মাধ্যম এল ন্যাসিওনালের খবর, রোকুজ্জো-মেসির সন্তানেরাও নাকি প্যারিসের আলো-বাতাসের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে মেসিকে বার্সেলোনায় ফেরার জন্য অনুপ্রাণিত করছেন স্ত্রী। ওই প্রতিবেদনের বরাতে আরও জানা যাচ্ছে, বার্সেলোনার বর্তমান কোচ জাভি হার্নান্দেজ ও রাইট ব্যাক দানি আলভেসও নাকি মেসিকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে নজর দিচ্ছেন। যদিও এতে মত নেই মেসির বাবা জর্জ মেসির।

মেসির বাবা মনে করেন, বার্সেলোনার সভাপতি আগেরবার তাদের সঙ্গে প্রতারণা করেছে। নইলে এখনো কাতালান ক্লাবটিতেই থাকতে পারতেন তার ছেলে। তাহলে লেখা হতো না এত বড় ও দুঃসহ গল্পও! অবশ্য মেসিকে ফিরিয়ে নিতে হলে বড় ধরনের অর্থই খসাতে হবে বার্সাকে। কেননা ২০২৩ সাল নাগাদ যে ফ্রান্সের ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ তিনি।

গত বছরের ১ জুলাই ফ্রি এজেন্টে পরিণত হন মেসি। তবে তার দল ছাড়ার ব্যাপারটি ছিল পুরো অবিশ্বাস্য। ৫ আগস্ট জানা যায়, বার্সায় থাকছেন না মেসি। এর পাঁচদিন পর তিনি চুক্তি করেন পিএসজির সঙ্গে। প্যারিসের ক্লাবটি তাকে বছরে বেতন দেবে প্রায় ৪১ মিলিয়ন ইউরো করে। অথচ বার্সেলোনা সমর্থকরা ছিলেন নাছোড়বান্দা, তারা প্রিয় ফুটবলারকে অন্য কোনো ক্লাবের জার্সিতে দেখতে মোটেই প্রস্তুত নন। কিন্তু বাস্তবতার কাছে যে সব কিছুই তুচ্ছ!

মেসি পাড়ি জমান পিএসজিতে। ফ্রি এজেন্ট হিসেবে কোনো অর্থকড়ির বিনিময় ছাড়াই প্যারিসের ক্লাবটিতে যান তিনি। তিনি এখন দিব্যি সময় কাটাচ্ছেন পিএসজিতে। বার্সেলোনাও আছে আগের মতোই। তবে একটা জায়গায় তো দুঃখ থেকেই যায়, যে ক্লাবের হয়ে খেলুড়ে জীবনের ইতি টানতে চেয়েছিলেন সেটা আর পারেননি সাতবারের ব্যালন ডি’অর জয়ী। রেকর্ড সপ্তমবারের ব্যালন ডি’অর অবশ্য পিএসজিতে গিয়ে পেয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

ব্রাজিলিয়ান মডেলের আজব কাণ্ডে বিপদে মেসি!