জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়াটিয়াদের দুই মাসের বাসা ও দোকান ভাড়া মওকুফ করে দিলেন সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য মহসিন খন্দকার।
এর আগে তিনি ও তার স্ত্রী শামীমা মহসিন চার দফায় করোনা পরিস্থিতিতে কর্মহীন ও অসহায় আড়াই হাজার মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।
সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও মুক্তিযোদ্ধা মরহুম লালু মিয়া খন্দকারের ছেলে মহসিন খন্দকার। তিনি ওই ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য।
ঘাটুরা গ্রামে তার মালিকানাধীন খন্দকার মার্কেটের আটটি দোকান ও নিজ বাড়ির দুইটি ফ্ল্যাটের ভাড়াটিয়াদের গত এপ্রিল ও চলতি মে মাসের ভাড়া মওকুফ করে দেন। ভাড়া মওকুফের পাশাপাশি তিনি ভাড়াটিয়াদের সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন।
খন্দকার মার্কেটের ভাড়াটিয়া সাজু হাজারী জানান, করোনা পরিস্থিতিতে কারণে মার্কেটের মালিক এপ্রিল ও মে মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন।
মহসিন খন্দকার বলেন, ‘‘আল্লাহতায়ালা আমাকে অনেক দিয়েছেন। আমি আমার বাড়ির দুইজন ভাড়াটিয়ার দুই মাসের ভাড়া ও মার্কেটের আটটি দোকানের দুই মাসের ভাড়া ৮০ হাজার টাকা মওকুফ করে দিয়েছি।
‘শুধু তাই নয়, করোনা পরিস্থিতে শুরু হওয়ার পর আমি ও আমার স্ত্রী শামীমা চার দফায় এলাকার আড়াই হাজার কর্মহীন ও গরিব মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আজীবন আমি মানুষের পাশে থাকতে চাই। পরিস্থিতি পরিবর্তন না হওয়া পর্যন্ত আমি আমার ভাড়াটিয়াদের পাশে থেকে তাদের সব ধরনের সহযোগিতা করব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



