Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ‘বাস-গোল্ড মেডেল অ্যাওয়ার্ড-২০২১’ পেলেন ডা. স্বপ্নীল
    জাতীয় স্বাস্থ্য

    ‘বাস-গোল্ড মেডেল অ্যাওয়ার্ড-২০২১’ পেলেন ডা. স্বপ্নীল

    জুমবাংলা নিউজ ডেস্কApril 27, 20225 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ একাডেমিক অব সাইন্সেস-এর ‘বাস-গোল্ড মেডেল অ্যাওয়ার্ড-২০২১’-এ ভূষিত হয়েছেন অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল)। তাকে বায়োলজিক্যাল সাইন্সেস ক্যাটাগরিতে, সিনিয়র গ্রুপে এই পদকটি প্রদান করা হয়।

    বাংলাদেশ একাডেমিক অব সাইন্সেস-এর সচিব অধ্যাপক ডা. হাসিনা খান স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, লিভার বিষয়ে গবেষনায় অসামান্য অবদানের পাশাপাশি দেশে বায়োলজিক্যাল সাইন্সেস সংক্রান্ত গবেষনার সার্বিক অগ্রগতিতে ভূমিকা রাখায় অধ্যাপক স্বপ্নীলকে এই পদকে ভূষিত করা হয়েছে।

    উল্লেখ্য, অধ্যাপক স্বপ্নীল ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ১৯৯৫ সালে এম.বি.বি.এস, ১৯৯৮ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে গ্যাস্ট্রোএন্টারোলজিতে এম.এস.সি এবং ২০০৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে হেপাটোলজিতে এম.ডি ডিগ্রী অর্জন করেন। তিনি ইন্ডিয়ান কলেজ অব ফিজিসিয়ানস, রয়েল কলেজ অব ফিজিশিয়ানস অব আয়ারল্যান্ড এবং রয়েল কলেজ অব ফিজিশিয়ানস অব লন্ডনের ফেলো।

    বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান হিসাবে কর্মরত আছেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের সদ্য-সাবেক চেয়ারম্যান। পাশাপাশি অধ্যাপক স্বপ্নীল জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি ও মেটাবোলজি বিভাগের ভিজিটিং অধ্যাপক এবং ভারতের অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সাইন্সেস, ঋষিকেশের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের বোর্ড অব স্টাডিজের সদস্য।

    অধ্যাপক স্বপ্নীল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিন-পূর্ব এশীয় অঞ্চলের ভাইরাল হেপাটাইটিস সংক্রান্ত স্ট্র্যাটেজিক এন্ড টেকনিক্যাল এডভাইজারি গ্রুপের অন্যতম সদস্য।

    তিনি একাধিক ক্লিনিক্যাল ট্রায়ালে প্রধান গবেষক হিসাবে কাজ করেছেন। এর অন্যতম হচ্ছে, হেপাটাইটিস বি ভাইরাসের থেরাপিউটিক ভ্যাকসিন ন্যাসভ্যাকের ফেইজ ১, ২ ও ৩ ক্লিনিক্যাল ট্রায়াল। তার গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে এই ওষুধটি এরই মধ্যে কিউবাসহ একাধিক দেশে রেজিষ্ট্রেশন পেয়েছে এবং বাংলাদেশেও ওষুধ প্রশাসন অধিদপ্তর ওষুধটির রেসিপি অনুমোদন করেছে। বর্তমানে জাপানে ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। অধ্যাপক স্বপ্নীল বাংলাদেশে উদ্ভাবিত কোভিড-১৯ ভ্যাকসিন ক্যান্ডিডেট বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালেরও প্রধান গবেষক।

    পাশাপাশি অধ্যাপক স্বপ্নীল বাংলাদেশে লিভার ক্যান্সার চিকিৎসায় সর্বাধুনিক পদ্ধতি ট্রান্স-আর্টারিয়াল কেমো-এম্বোলাইজেশন (টেইস)-এর পুরোধা। একই সাথে তিনি লিভার ফেইলিওরে অটোলোগাস হেমোপয়েটিক স্টেমসেল ট্রান্সপ্ল্যান্টেশন, প্লাজমা এক্সচেঞ্জ ও লিভার ডায়ালাইসিসেরও পথিকৃত। ভয়েস অব আমেরিকা ও বিবিসি বাংলা এ নিয়ে তার সাক্ষাৎকার প্রচার করেছে। বিভিন্ন দেশী-বিদেশী বৈজ্ঞানিক জার্নালে অধ্যাপক স্বপ্নীলের প্রায় ৩০০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। চলমান কোভিড-১৯ প্যান্ডেমিকের সময় তার এ সংক্রান্ত ২১টি গবেষণা প্রবন্ধ বিভিন্ন আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়া দেশী-বিদেশী বৈজ্ঞানিক সম্মেলনে তিনি ৩৫০টিরও বেশি লেকচার প্রদান করেছেন।

    অধ্যাপক স্বপ্নীল এ পর্যন্ত ৫টি লিভার বিষয়ক টেক্সট বই সম্পাদনা করেছেন যার প্রতিটি বিভিন্ন খ্যাতনামা আন্তর্জাতিক মেডিকেল প্রকাশনা সংস্থা প্রকাশ করেছে। এগুলো হচ্ছে ‘লিভার ঃ এ কমপ্লিট বুক অক হেপাটো-প্যানক্রিয়াটো-বিলিয়ারী ডিজিজেজ’ (প্রকাশক ঃ এলসেভিয়ের, প্রকাশকাল ঃ ২০০৯), ‘কম্প্রিহেনসিভ টেক্সট বুক অব হেপাটাইটিস বি’, ‘টেক্সট বুক অব হেপাটোগ্যাস্ট্রোএন্টারোলজি’ ও ‘হেপাটোগ্যাস্ট্রোএন্টারোলজি প্রেসক্রাইবার’ (প্রকাশকঃ জেপি ব্রাদার্স, প্রকাশকাল যথাক্রমেঃ ২০১০, ২০১৫ ও ২০১৬) এবং ‘ফ্যাটি লিভার ডিজিজ’ (প্রকাশকঃ ম্যাকমিলান পাবলিশার্স, প্রকাশকালঃ ২০১২)।

    একাধিক শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালের এডিটোরিয়াল বোর্ডের সদস্য অধ্যাপক স্বপ্নীল। তিনি এশিয়ান প্যাসিফিক ফর দ্যা স্টাডি অব দ্যা লিভার কর্তৃক প্রকাশিত হেপাটোলজি ইন্টারন্যাশনালের এসোসিয়েট এডিটর, ইউরোএশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল এসোসিয়েশন কর্তৃক প্রকাশিত ইউরোএশিয়ান জার্নাল অব হেপাটোগ্যাস্ট্রোএন্টারোলজির কো-এডিটর ইন চীফ, ইন্ডিয়ান ন্যাশনাল এসোসিয়েশন ফর স্টাডি অব দ্যা লিভার কর্তৃক প্রকাশিত জার্নাল অব ক্লিনিক্যাল এন্ড এক্সপেরিমেন্টাল হেপাটোলজির এডিটোরিয়াল বোর্ডের সদস্য, কলিঙ্গ গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত হেপাটাইটিস বি এন্যুয়ালের কো-এডিটর ইন চীফ এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ফ্রন্টিয়ার্স ইন গ্যাস্ট্রোএন্টারোলজির রিভিউয়ার এডিটর।

    ইতিপূর্বে অধ্যাপক স্বপ্নীল ন্যাসভ্যাক উদ্ভাবনের জন্য কিউবান একাডেমি অব সাইন্সেস কর্তৃক ২০১৯-সালে ‘প্রিমিও ন্যাশনাল’ পদক লাভ। তিনি ২০১৩ সালে আমেরিকান এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের ‘প্রেসিডেন্সিয়াল ডিস্টিংশন’ অর্জন করেন আর ২০১৪ সালে ইউরোএশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল এসোসিয়েশন কর্তৃক ‘অর্ডার অব মেরিট’-এ ভূষিত হন। ভারতের কলিঙ্গ গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল ফাউন্ডেশন তাকে ২০১৫ সালে সম্মানসূচক ‘ব্লুমবার্গ ওরেশন’ প্রদান করে। ২০১৬ সালে তিনি ভারতের চেন্নাইয়ের ভেনাস রিসার্চ ফাউন্ডেশন থেকে ‘ডিসটিংগুইশড সাইন্টিস্ট ইন হেপাটোলজি’ পদক লাভ করেন। ২০১৭ সালের ‘হুজ হু’-তে তার জীবনী অন্তর্ভ‚ক্ত হয়েছে। তিনি ২০১৮-তে মার্ক্ইুস হুজ হু কর্তৃক ‘এলবার্ট নেলসন মার্কুইস লাইফ টাইম এচিভমেন্ট এওয়ার্ড’ এ ভূষিত হন। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ তাকে ‘বিশুদ্ধানন্দ মহাথেরো স্বর্ন পদক ২০১৮’ প্রদান করেছে। চিকিৎসাসেবায় বিশেষ অবদানের জন্য ২০২২ সালে তিনি ‘জুমবাংলা যুগপুর্তি সন্মাননা’ লাভ করেন।

    এছাড়াও তার গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি ইন্টারন্যাশনাল এসোসিয়েশন ফর দি স্টাডি অব দ্যা লিভার, ওয়ার্ল্ড গ্যাস্ট্রোএন্টারোলজি অর্গানাইজেশন, এশিয়ান-প্যাসিফিক এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব দ্যা লিভার, এশিয়া-প্যাসিফিক প্রাইমারী লিভার ক্যান্সার এক্সপার্ট গ্রুপ, জাপান সোসাইটি অব হেপাটোলজি, টার্কিশ সোসাইটি অব হেপটো-বিলিয়ো-প্যানক্রিয়াটোলজি এবং ইন্ডিয়ান ন্যাশনাল এসোসিয়েশন ফর স্টাডি অব দ্যা লিভার কর্তৃক বিভিন্ন সময়ে পুরস্কৃত হয়েছেন।

    কোভিড-১৯ প্যান্ডেমিকে একজন ফ্রন্টলাইনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় অধ্যাপক স্বপ্নীল ওয়ালটন গ্রুপ কর্তৃক ‘হেলথকেয়ার হিরোজ অ্যাওয়ার্ড ২০২০’, বাংলাদেশ-আমেরিকান চেম্বার অব কমার্স কর্তৃক ‘গ্লোবাল বিজনেস সিএসআর অ্যাওয়ার্ড ২০২১’, ওয়ার্ল্ড অরগানাইজেশন অব ফ্যামিলি ফিজিশিয়ানস কর্তৃক ‘গ্লোবাল হেলথকেয়ার লিডারশিপ এওয়ার্ড ২০২১’ রোটারি ইন্টারন্যাশনাল কর্তৃক ‘কোভিড-১৯ হিরো’ এবং নারীকন্ঠ ফাউন্ডেশন কর্তৃক ‘কোভিড হিরো’ অ্যাওয়ার্ডে ভূষিত হন।

    অধ্যাপক স্বপ্নীল এশিয়ান প্যাসিফিক এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব লিভারের হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, একিউট অন ক্রনিক লিভার ফেইলিউর, লিভার ফাইব্রোসিস এবং বাড চিয়ারি সিন্ড্রোম সংক্রান্ত গাইডলাইন কমিটিগুলোর সদস্য। তিনি ইউরোপিয়ান এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব লিভারের ফ্যাটি লিভার সংক্রান্ত আঞ্চলিক বিশেষজ্ঞ প্যানেলেরও সদস্য।

    বাংলাদেশের লিভার বিশেষজ্ঞদের জাতীয় সংগঠন এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব লিভার ডিজিজেজ বাংলাদেশের তিনি পরপর সাতবার নির্বাচিত জেনারেল সেক্রেটারী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হেপাটোলজি এলুমনাই এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। পাশাপাশি তিনি ইউরোএশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের সাধারণ সম্পাদক, এশিয়ান প্যাসিফিক এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের কার্যকরী সদস্য এবং ইন্ডিয়ান ন্যাশনাল এসোসিয়েশন ফর স্টডি অব দ্যা লিভারের ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটর। অধ্যাপক স্বপ্নীল বাংলাদেশ স্টেম সেল এন্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তিনি ইন্টার-একাডেমি পার্টনারশিপের রিজেনারেটিভ মেডিসিন সংক্রান্ত ওয়ার্কিং পার্টির সারা বিশ্ব থেকে নির্বাচিত ১২ জন সদস্যের অন্যতম।

    অধ্যাপক স্বপ্নীল ১৯৭০ সালে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন আহমেদ সিলেট জেলার ছড়ারপাড়ে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। তিনি সড়ক ও জনপথ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ছিলেন।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় ‘বাস-গোল্ড অ্যাওয়ার্ড-২০২১’ ডা. পেলেন মেডেল স্বপ্নীল স্বাস্থ্য
    Related Posts
    বাংলাদেশি

    মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

    August 9, 2025
    ভিসা

    ভুয়া ও মিথ্যা তথ্য দেওয়ায় কঠোর হচ্ছে বাংলাদেশিদের ভিসা শর্ত

    August 9, 2025
    onion

    পেঁয়াজের দাম যেসব কারণে বাড়ছে

    August 9, 2025
    সর্বশেষ খবর
    জীবিত কবর

    শেরপুরে অসুস্থ স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

    iPhone 16 Pro Max price in India

    iPhone 16 Pro Max Price in India – Expected Cost

    রাউটার

    যেখানে রাউটার রাখা একেবারেই উচিত নয়

    Huawei MateBook D14

    Huawei MateBook D14: Price in Bangladesh & India with Full Specifications

    Samsung Galaxy S22 Ultra

    Samsung Galaxy S22 Ultra: Price in Bangladesh & India with Full Specifications

    ছাত্ররাজনীতি

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ

    মাইসেলার ওয়াটার

    সাশ্রয়ী মূল্যে মাইসেলার ওয়াটার তৈরি হচ্ছে বাংলাদেশে

    রঙ ফর্সাকারী ক্রিম

    বাজারের রঙ ফর্সাকারী ক্রিম ব্যবহারে মারাত্মক বিপদ!

    বাংলাদেশি

    মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

    jim lovell cause of death

    Jim Lovell Cause of Death: Apollo 13 Commander Dies at 97 Leaving Space Legacy

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.