জুমবাংলা ডেস্ক: রাজধানীতে বাস পোড়ানোর মামলায় গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির ১০ নেতা আগাম জামিনের আবেদন করেছেন হাইকোর্টে।
বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চে আইনজীবী ব্যরিস্টার কায়সার কামাল এই জামিন আবেদন করেন। বিএনপি নেতাদের জামিন আবেদন শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছেন আদালত।
ঢাকা-১৮ আসনে উপ নির্বাচনের দিন, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত ৯টি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। আতঙ্ক ছড়িয়ে পড়ে, পুরো রাজধানীতেই। বাসা পোড়ানোর এ ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা হয় ১৩ টি মামলা। এরপর সিসিটিভি পর্যবেক্ষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোট ৩৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


